Flipkart Diwali Sale 2018: বিগ দিওয়ালি সেল। শুরু হবে ফ্লিপকার্ট ই-কমার্স সাইটে। যার সময়সীমা ১নভেম্বর থেকে ৫ পর্যন্ত। একটা সেলের পর আরেকটা সেল, উৎসব মরশুমকে রঙিন করতে অনুঘটক হিসেবে পাশে থাকে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মত ই-কমার্স সাইটগুলি। এই সেলে ফ্লিপকার্টের ভান্ডারে থাকবে, মোবাইল, ট্যাব, বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স দ্রব্যবস্তু, ফ্যাশন প্রোডাক্ট, সহ আরও নানা জিনিস। যার ওপর SBI credit card এর দিয়ে কিনলে পাওয়া যাবে ১০ শতাংশের নগদ ছাড়।
Pixel 2 XL ফোনটির ওপর ফ্ল্যাট ছাড় ৪৫,০০০ টাকা। iPhone 7, iPhone 6s, iPhone SE ফোনের ওপর পাওয়া যাবে একাধিক ছাড় সঙ্গে নতুন আইফোনের ওপর পাওয়া যাবে । পাশাপাশি নতুন iPhone XR, iPhone XS এর ওপর পাওয়া যাবে no cost EMI ও বিভিন্ন ধরণের এক্সচেঞ্জ অফার। অন্যদিকে iPhone 8 (64GB) পাওয়া যাবে ৫৮,৯৯৯ টাকায়। যার ওপর এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে ছাড় রয়েছে প্রায় ১৪,৯০০ টাকার। এছাড়া দশ শতাংশ নগদ ছাড় রয়েছে, Axis Bak Buzz ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পাঁচ শতাংশ ছাড় পাওয়া যাবে। Apple iPhone 6s পাওয়া যাবে ২৯,৪৯৯ টাকায় পাশাপাশি Apple iPhone SE (32GB) পাওয়া যাবে ১৮,৯৯৯ টাকায়।
Read the full story in English