scorecardresearch

বিগ দিওয়ালি সেল, পকেট ফ্রেন্ডলি আপনার পছন্দের ফোন

চাহিদায় একাধিক ফিচারের মধ্যে রয়েছে বেজেল লেস স্ক্রিন, বেশি মেগাপিক্সেলের ক্যামেরা, অবশ্যই ফোন আনলক করার জন্য চাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই সমস্ত চাহিদা মিটতে পারে এবার দীপাবলিতে।

বিগ দিওয়ালি সেল, পকেট ফ্রেন্ডলি আপনার পছন্দের ফোন

বাজেট ১৫,০০০, এদিকে চাহিদায় একাধিক ফিচারের মধ্যে রয়েছে বেজেল লেস স্ক্রিন, বেশি মেগাপিক্সেলের ক্যামেরা, অবশ্যই ফোন আনলক করার জন্য চাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই সমস্ত চাহিদা মিটতে পারে এবছরের দীপাবলিতে। ইতিমধ্যে ফ্লিপকার্ট শুরু করেছে দিওয়ালি সেল। একাধিক জিনিসের উপর রয়েছে অফুরন্ত ছাড়। আপনার পছন্দের ফোনটি কিন্তু এই অফারের আওতায় হয়ে উঠেছে পকেট ফ্রেন্ডলি। ৫ নভেম্বর পর্যন্ত চলবে এই সেল।

আরও পড়ুন: Flipkart Diwali Sale 2018: বৃহস্পতিবার থেকে ফ্লিপকার্টে আইফোনের ওপর অফুরন্ত ছাড়

বিগ দিওয়ালি সেল। একটা সেলের পর আরেকটা সেল, উৎসব মরসুমকে রঙিন করতে অনুঘটক হিসেবে পাশে থাকে ফ্লিপকার্ট ও অ্যামাজনের মত ই-কমার্স সাইটগুলি। এই সেলে ফ্লিপকার্টের ভান্ডারে থাকবে মোবাইল, ট্যাব, বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, ফ্যাশন প্রোডাক্টস সহ আরও নানা জিনিস। যা SBI ক্রেডিট কার্ড দিয়ে কিনলে পাওয়া যাবে ১০ শতাংশের নগদ ছাড়। ফোনের তালিকায় রয়েছে Xiaomi Redmi Note 5 Pro, Honor 9N, Asus Zenfone Max M1, etc. Nokia 5.1 Plus।

২,০০০ টাকা ছাড়ে Asus ZenFone Max Pro M1 এর দাম বিগ দিওয়ালি সেলে ১২,৯৯৯ টাকা। Xiaomi Redmi Note 5 Pro-এর দাম ১২,৯৯৯ টাকা। Honor 9N পাওয়া যাবে ৯,৯৯৯ টাকায়। Realme 2 Pro পাওয়া যাবে ১৩,৯৯০ টাকায়।Nokia 5.1 Plus জন্য খরচ হবে ১০,৪৯৯।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Flipkart diwali 2018 sale deals on nokia 5 1 plus realme 2 pro xiaomi redmi note 5 pro honor 9n more mobiles under rs