Advertisment

ফোন কিনতে ফ্লিপকার্টেই ভরসা ভারতীয়দের

অতীতে মোবাইল ফোনটি আকারে বড় ও মন মত ক্যামেরাযুক্ত হলেই সাধ মিটে যেত ভারতীয়দের। কিন্তু, এখন সেই ছবিতে বদলে গেছে। প্রসেসর, র‌্যাম ও ব্যটারির খোঁজ করে থাকেন প্রায় সকলেই। এর কারণ হিসাবে মোবাইলে ভিডিও স্ট্রিমিং-এর ঝোঁককেই দায়ী করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফ্লিপকার্ট থেকে ফোন কিনতেই বেশি পছন্দ করেন ভারতীয়রা। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ডেটা কর্প (আইডিসি)-এর গবেষণা থেকে এমনটাই জানা গিয়েছে। যারা স্মার্টফোন কেনার জন্য অনলাইনের ওপর ভরসা করেন, তাঁরা মূলত ফ্লিপকার্ট ই-কমার্সকেই বেছে নেন।

Advertisment

আইডিসি "কনজিউমার পালস" গবেষণায় দেখা গিয়েছে, ভারতীয়রা প্রিমিয়াম স্মার্টফোনগুলির (যেগুলির দাম ৩০ হাজার টাকার বেশি) কেনার জন্য বেছে নেয় অ্যামাজনকে। তবে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা দামের মধ্যে অথবা তার চেয়েও কম দামের ফোন কিনতেই বেশি পছন্দ করেন এ দেশের মানুষ।

আরও পড়ুন:নিয়ম না মানলে ইউটিউব থেকে মুছে ফেলা হবে ভিডিও

গবেষণা অনুযায়ী, ক্রেতাদের কাছে ফোন কেনার ক্ষেত্রে তিনটি চহিদা থাকে। প্রথমত, ভাল চুক্তিতে কম খরচে একাধিক ছাড়ের সঙ্গে ফোনটি পেতে হবে। এছাড়া, স্পেসিফিকেশন এবং ফিচারের নান দিক বিবেচনা করেই ফোন কিনতে পছন্দ করেন অনেকে। তবে, বছর খানেক আগেও মানুষ ফিচার নিয়ে আজকের মতো মাথা ঘামাত না। তখন, মোবাইল ফোনটি আকারে বড় ও মন মত ক্যামেরাযুক্ত হলেই সাধ মিটে যেত ভারতীয়দের। কিন্তু, এখন সেই ছবিতে বদলে গেছে। প্রসেসর, র‌্যাম ও ব্যটারির খোঁজ করে থাকেন প্রায় সকলেই। এর কারণ হিসাবে মোবাইলে ভিডিও স্ট্রিমিং-এর ঝোঁককেই দায়ী করা হচ্ছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, চলতি বছর ভারতীয়রা দশ থেকে কুড়ি হাজার টাকার ফোনের পরিবর্তে আপগ্রেডেড ফোন কিনতেই বেশি আগ্রহী। এগুলির মূল্য প্রায় হাজার ত্রিশ। আইডিসি ইন্ডিয়া-র বিশ্লেষক সচিন মেহেতা বলেন , "সাশ্রয়ের জন্য অনেকে চিনা ফোন কিনতে পছন্দ করেন।" ফিচারের দিক দিয়ে ফেস আনলক, আন্ডার স্ক্রিন আনলক, বোকে মো-এর প্রতি ঝোঁক বেশি থাকে গ্রাহকদের।

আরও পড়ুন:Jio GigaFiber: আপনার সব প্রশ্নের উত্তর একনজরে

জানা যাচ্ছে, শাওমি ও ওয়ানপ্লাস ব্র্যান্ডের প্রতি আগ্রহ বেশি ভারতীয়দের। শাওমির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম দামে একাধিক ফিচারকে পছন্দ করছেন ক্রেতারা।  তবে ওয়ানপ্লাসের ক্ষেত্রে কারণটা ভিন্ন। এ বছর OnePlus সবচেয়ে পছন্দের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে একটি। এই গবেষণা ভারতের মোট আটটি প্রধান শহর জুড়ে ১,৭০০ জন গ্রাহকের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

flipkart amazon
Advertisment