Advertisment

Flipkart Bonanza Sale: ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে আপনার জন্য কী অপেক্ষা করছে?

Flipkart Mobiles Bonanza Sale Starts Today: ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই সহ পাবেন একাধিক সুবিধা। চলুন দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে মোবাইল বোনাঞ্জা সেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Flipkart Bonanza Sale on Mobile Starts from Today: ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ফ্লিপকার্টে মোবাইল বোনাঞ্জা সেলে পাবেন মোবাইলের ওপর দুর্দান্ত ছাড়। Realme 2 Pro ফোনটি পাবেন দারুণ দামে।। সঙ্গে Realme C1-এও পাবেন দুর্দান্ত অফার। এখানেই শেষ নয়, ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই সহ পাবেন একাধিক সুবিধা। চলুন দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে মোবাইল বোনাঞ্জা সেল।

Advertisment

Realme 2 Pro-তে কী কী ছাড় মিলবে ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে
১৩,৯৯০ টাকার ফোন মিলবে ১১,৫৯১ টাকায়। এ ক্ষেত্রে সমস্ত SBI Bank-এর ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। Realme C1 and Realme 2 দুই ফোনেই এই ব্যাঙ্ক অফারের সুবিধা মিলবে। Realme 2 Pro-তে মিলবে আরোও অফার, যেমন প্রিপেড অর্ডারে ১,০০০ টাকা ছাড় সহ তিন মাসের no cost EMI।

আরও পড়ুন: ভোডাফোনকে টেক্কা দিতে এয়ারটেলের অতিরিক্ত ডেটা প্ল্যান

ভারতে Realme 2 Pro ৪ জিবি রাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৩,৯৯০ টাকা, পাশাপাশি ৬ জিবি রাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম ১৭,৯৯০ টাকা। এই মুহূর্তে মাঝামাঝি বাজেটের দিক থেকে মার্কেটের সেরা ফোন এটিই। পাশাপাশি ফোনের কার্যক্ষমতাও বেশ ভাল, রিয়ার ক্যামেরা রয়েছে দুটি। এ ছাড়াও dewdrop notch, কোয়ালকম প্রসেসর সহ স্টাইলিশ ডিজাইন, ডিসপ্লে।

Realme C1-এ কী কী ছাড় মিলবে ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে
Realme C1-এও মিলবে একাধিক অফার। দামে ছাড় দিয়ে মাত্র ৬,৭৪৯ টাকাতেই মিলবে এই ফোন। সঙ্গে SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারিদের জন্য ১০ শতাংশ ছাড়। পাশাপাশি মাত্র ৯৯ টাকা দিয়ে এক বছরের মোবাইল প্রোটেকশনের জন্য ফ্লিপকার্ট প্রোটেক্ট পাবেন।

স্মার্ট লুকের Realme C1-এ রয়েছে দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। গ্লাস লাইক ডিজাইন, প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক প্যানেল। স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, 13MP রিয়ার ক্যামেরা, এবং ৪,২৩০ mAh ব্যাটারি।

Read the story in English

Advertisment