এতদিন ছিল শুধুমাত্র এক্সচেঞ্জের সুবিধা। এবার ই-কমার্স সাইট Flipkart-এ ফোন বিক্রি করতে পারবেন যে কেউ। এমনই সুবিধা চালু করা হচ্ছে বলে জানানো হচ্ছে। এখন শুধু স্মার্টফোন বিক্রি করা থেকে শুরু করলেও আগামী দিনে আরও অন্য ইলেক্ট্রনিক্স প্রডাক্টের ক্ষেত্রেও এই সুবিধা চালু করা হবে। নতুন এই সুবিধার ফলে গ্রাহক সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত কয়েকদিন আগেই ইলেকট্রনিক্স রি-কমার্স (re-Commerce) সংস্থা Yaantra-কে অধিগ্রহণ করেছে Flipkart। এবং তারপরেই সংস্থার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হল। প্রায় দেঢ়াজার পিন কোড থেকে যে কোনও পণ্য সামগ্রী বিক্রি করা যাবে বলে জানানো হয়েছে।
কীভাবে পুরনো স্মার্টফোন ফ্লিপকার্টে বিক্রি করবেন?
পুরনো ফোন এক্সচেঞ্জের মতোই এক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই সুবিধা একমাত্র Flipkart অ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথমে নির্দিষ্ট ট্যাবে গিয়ে ফোন সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। সেখানে এক্সচেঞ্জের মতোই সাধারণ কিছু প্রশ্ন করা হবে। এবং সেগুলির জবাব দেওয়ার পর Flipkart থেকে অ্যাপ্রুভ করা হবে। এক্ষেত্রে ফোনটির জন্য বিক্রেতা কত দাম চাইছেন তারও উল্লেখ করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ৪৮ ঘণ্টার মধ্যে Flipkart-এর ডেলিভারি পার্টনাররা ফোনটি রিসিভ করবেন এবং তা সংস্থার নির্দিষ্ট হাবে পাঠিয়ে দেবেন।
এরপর Flipkart এর নিজস্ব টেকনিসিয়নরা ফোনটি পরীক্ষা করবেন এবং যদি সবকিছু ঠিক থাকে তাহলে ফোনটি নির্ধারিত দামে নিয়ে নেবে। যদিও বিক্রেতাকে কোনও নগদ টাকা দেওয়া হবে না। ফোনটির বিক্রি করার অর্থমূল্যে একটি ভাউচার দেওয়া হবে। যে ভাউচার দিয়ে Flipkart এ যে কোনও সামগ্রী কিনতে পারবেন। সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি, কলকাতা, পাটনা সহ মোট ১,৫০০ পিনকোডের বাসিন্দারা এই পদ্ধতিতে ফোন এবং পরবর্তীতে অন্য ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করতে পারবেন। জানা গিয়েছে, এক্সচেঞ্জ অপশনের নীচে আরও একটি অপশন রাখা হবে সেখানেই ফোন সহ যাবতীয় ইলেকট্রনিক প্রোডাক্ট বিক্রির অপশন থাকবে। জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সুবিধার ফায়দা তুলতে পারবেন গ্রাহকরা।