বিনামূল্যে সিনেমা ও ওয়েবসিরিজ দেখুন এবার ফ্লিপকার্টে
ফ্লিপকার্ট প্লাস ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন করতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না গ্রাহকদের। ফ্লিপকার্ট সূত্রে খবর, আগামী ২০ দিনের মধ্যে সমস্ত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা।
অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের বাজারে আরও এক প্রতিদন্ধীর সমাগম ঘটতে চলেছে ভারতে। আগামী মাস থেকে ভারতে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং পরিষেবার সুবিধা আনছে ফ্লিপকার্ট। মূলত অ্যামাজনকে অনুস্মরণ করেই ভিডিও স্ট্রিমিংএর পথে হাঁটতে চলেছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। সেপ্টেম্বর থেকে বদল করা হবে মেম্বরদের জন্য ভিডিও স্ট্রিমিংয়ের প্ল্যান। তবে এই পরিষেবা এখন বিটা ভার্সনেই রয়েছে বলে সূত্রের খবর।
Advertisment
জানা গিয়েছে, ফ্লিপকার্টে-এর এই নতুন পরিষেবার মাধ্যমে বিনামূল্যেই দেখা যাবে সিনেমা, ভিডিয়ো, ওয়েব সিরিজ। তবে এক্ষেত্রে সুবর্ণ সুযোগ বিনামূল্যেই উপভোগ করা যাবে ভিডিয়ো স্ট্রিমিং। তবে এখনই মনকাড়া কোনো বিষয় থাকবে কিনা সে বিষয়ে অনিশ্চিয়তা রয়েছে। সূচনায় কোনো আলাদা অ্যাপ বানানো হবে না। ওয়াল্ট ডিজনি ও বালাজি টেলিফিল্মস থেকে সিনেমার স্বত্ব কিনবে ফ্লিপকার্ট।
ফ্লিপকার্ট প্লাস ভিডিও স্ট্রিমিং সাবস্ক্রিপশন করতে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না গ্রাহকদের। ফ্লিপকার্ট সূত্রে খবর, আগামী ২০ দিনের মধ্যে সমস্ত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে এই পরিষেবা।
বিনামূল্যে ভিডিও স্ট্রিমিংয়ে সুবিধা দিলে পিছিয়ে পড়তে পারে বাকি ভিডিও স্ট্রিমিং পরিষেবা প্রদানকারী সংস্থা। কিন্তু অরিজিনাল কন্টেন্ট নেই ফ্লিপকার্টের। প্রাথমিক পর্যায়ে, যে কারণে জনপ্রিয়তা কতটা অর্জন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে।