scorecardresearch

ফ্লিপকার্টের সামার সেল, অভাবনীয় অফারে মিলবে বছরের সেরা ফোন

কুড়ি হাজারেরও কম দামে মিলবে বছরের সেরা ফোন। অফার তালিকায় আছে পোকো, আসুস, রেডমি, নোকিয়া এবং রিয়েলমির মতো স্টার ব্র্যান্ড।

ফ্লিপকার্টে চলছে আকর্ষণীয় অফার।
ফ্লিপকার্টে চলছে আকর্ষণীয় অফার।

Flipkart Summer Carnival sale 2019 offers: ঘূর্ণিঝড় ফণী আপনার উপর প্রভাব না ফেললেও ফ্লিপকার্টের এই ‘অফার’-ঝড়ে খুশি হয়ে উঠবে আপনার মন। গরমের ছুটিতে আপনার জন্য নয়া উপহার থাকছে ফ্লিপকার্টের পক্ষ থেকে, সময়সীমা তিন দিন। ৪ মে থকে ৭ মে অবধি চলবে ফ্লিপকার্টের সামার কার্নিভাল। কুড়ি হাজারেরও কম দামে মিলবে বছরের সেরা ফোন। শুধু মোবাইল নয়, অফার থাকবে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ডিভাইস, ক্যামেরার মতো ইলেক্ট্রনিকসের উপর। কম দামে বাজেট ফোন কিনতে চান যাঁরা, তাঁদের কথা ভেবেই ফ্লিপকার্টের এই সীমিত সময়ের অফার।

Poco F1, Realme 2 Pro, Redmi Note 6 Pro, Asus Zenfone Max Pro M2-এর মতো ফোনের উপর থাকছে বিশাল অফার। অন্যদিকে, Nokia 6.1 Plus এবং Nokia 5.1 Plus-এর উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। এই অফারের মাঝেই ৬ মে থাকছে Realme 3 Pro এর ফ্ল্যাশ সেল, সকাল ১২টা থেকে শুরু হবে এই সেল।

Flipkart Summer Carnival sale: Poco F1

ফ্লিপকার্টের এই অফারে Poco F1 এর 6GB RAM+128GB স্টোরেজ এর ফোনে থাকবে ২,০০০ টাকা ছাড়। পাশাপাশি 6GB+64GB স্টোরেজের ফোনটি পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়।

ফোনটিতে রয়েছে ৬.১৮ ইঞ্চির full HD+ resolution, ১৮:৭:৯ অ্যাসপেক্ট রেশিওর LCD ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে Adreno 630 GPU রয়েছে। ১২ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে ফোনটিতে। সেলফির জনপ্রিয়তাকে মাথায় রেখে ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ। F1 Armoured এডিশনের ব্যটারি ব্যাকআপ ৪০০০ mAh। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি।

Flipkart Summer Carnival sale: Xiaomi Redmi Note 6 Pro

রেডমির এই ফোনটিতে আছে ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ৫.৮৪ ইঞ্চির HD+ ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসরে চলা ফোনটিতে থাকছে ৪০০০ এমএইচের ব্যাটারি। তিনটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে Redmi 6 Pro ফোনটি। ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ,৩ জিবি র‌্যামের সঙ্গে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ,৪ জিবি র‌্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলে পাওয়া যাবে শাওমির এই ফোনটি। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম রয়েছে Redmi 6 Proতে। ক্যামেরাতে রয়েছে AI ফিচার।

Flipkart Summer Carnival sale: Nokia 6.1 Plus

নোকিয়ার ফোনে থাকছে অভাবনীয় ছাড়। Nokia 6.1 Plus ফোনে মিলবে ৩০০০ হাজার টাকা ছাড়। ১৫,৯৯৯ টাকার ফোনটি পাওয়া যাবে ১২,৯৯৯ টাকায়। ফোনটিতে রয়েছে ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে থাকছে 16MP+ 5MP রিয়ার ক্যামেরা ফিচার।

Flipkart Summer Carnival sale: Realme 2 Pro

Qualcomm Snapdragon 660 মোবাইল প্রসেসর দ্বারা চালিত এবং ৬জিবি র‍্যাম সমৃদ্ধ এই ফোনটি পাওয়া যাবে ১০,৯৯০ টাকায়। আসল দামের চেয়ে ১,১০০ টাকা কমে মিলবে এই ফোন।

Realme 2 pro ফোনটিতে ১৩ + 2 এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা সমন্বয় রয়েছে। সেলফির জন্য AI বিউটিফিকেশন ২.০, এইচডিআর এবং Bokeh মোড সঙ্গে ৮ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরা। ফোনটি আনলক করার জন্য পিছনে রয়েছে মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে ফেস আনলক।

Flipkart Summer Carnival sale: Asus Zenfone Max Pro M2

Zenfone Max Pro M2 ফোনটির স্ক্রিন ৬ ইঞ্চি। ৪ , ৬ ও ৮ জিবি র‌্যামের মডেলে পাওয়া যাবে ফোনটি। স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসরে চলা ফোনটিতে আছে ৪০০০ mAh ও ৫০০০ mAh এর ব্যাটারি ব্যাকআপ। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে ১২ ও ৫ মেগাপিক্সেলের কম্বিনেশন থাকবে। আসুসের এই ফোনটিতেও থাকছে অফার।

আর অপেক্ষা নয়, এবার ঝট করে কিনে ফেলুন আপনার মনপসন্দ ফোন।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Flipkart summer carnival sale top five smartphones to buy for less than rs 20000