/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/flipkart-superr-sale-759.jpg)
Flipkart Superr Sale Date in India: সেল চলবে ২৫ তারিখ মধ্যরাত অবধি।
একদিনের সুপার সেল ফিল্পকার্টে। দিনটি আগামীকাল ২৫ আগস্ট। যারা ফিল্পকার্ট প্লাস সদস্য তাঁদের রয়েছে উপরি পাওনা। ২৪ আগস্ট অর্থাৎ আজ থেকেই ফিল্পকার্ট প্লাস গ্রাহকরা কম দামে একাধিক অফার সহ কিনতে পারবেন সাধের জিনিস। সেল চলাকালীন, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি ও ক্যামেরার ওপর রয়েছে আকর্ষনীয় ছাড়। তবে এতেই শেষ নয়, ফিল্পকার্ট গাঁটছড়া বেঁধেছে HDFC ব্যাঙ্কের সঙ্গে। যার জন্য একাধিক ছাড় পেতে পারেন আপনি।
#Flipkart will be holding a single day sale on August 25, dubbed Superr Sale.https://t.co/Tc08lnQKrZ
— Express Technology (@expresstechie) August 22, 2018
ফিল্পকার্ট প্লাস সদস্যরা ২৪ তারিখ রাত ৯টা থেকেই সেল থেকে কিনতে পারবেন। সেল চলবে ২৫ তারিখ মধ্যরাত অবধি। ফিল্পকার্ট প্লাস সদস্য ছাড়া বাকি ইউজাররা লাইভ হওয়ার পরই কিনতে পারবেন। এবং লাইভ হওয়ার পর ফ্লিপকার্ট একাধিক জিনিসের ওপর আকর্ষনীয় ছাড় শোকেস করবে। যা সেল শুরু হওয়ার আগে দেখা যাবে না। তবে সংস্থা জানিয়েছে, প্রায় ৭০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে টিভি থেকে শুরু করে হোম অ্যাপলিকেশনের ওপর। এ ছাড়া ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে ল্যাপটপ, অডিও ডিভাইস, ক্যামেরা এবং অন্যান্য জিনিসের ওপর। এদিনই ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে Xiaomi Redmi 5A, 55-inch Mi TV 4, ও 55-inch iFFALCON 4K অ্যান্ড্রয়েড স্মার্ট TV।
এতেই শেষ নয়, রাত দুটো থেকে শুরু হবে ফ্লিপকার্টের গুরুত্বপূর্ণ সময়। সেল চলাকালীন প্রত্যেক ৮ ঘণ্টায় থাকবে স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটের ওপর আকর্ষনীয় ছাড়। প্রত্যেক তালিকায় ঘণ্টায় ২৪ রকম কেনাবেচার প্রতি নতুন অফার নিয়ে আসবে ফিল্পকার্ট।
কোম্পানির আসবাবপত্র, গৃহসজ্জা এবং রান্না করার জিনিসের উপর ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাড় সহ ৯৯ টাকা থেকে শুরু হবে রুপচর্চার প্রসাধনী দ্রব্য, খেলার জিনিস, বই এর দাম। পোশাক, জুতো এবং আনুষাঙ্গিক জিনিসের ওপর ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।