জরুরি পরিষবারর সঙ্গে সিনেমা-ওয়েব সিরিজ দেখার পরিষেবা দিচ্ছে ফ্লিপকার্ট

লকডাউন এর আওতায় পড়বে না ফ্লিপকার্ট এর মতো একাধিক ব্যবসায়ী সংস্থা সহ অত্যাবশ্যকীয় পণ্য।

লকডাউন এর আওতায় পড়বে না ফ্লিপকার্ট এর মতো একাধিক ব্যবসায়ী সংস্থা সহ অত্যাবশ্যকীয় পণ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতিতে গতকালই পরিষেবা বন্ধ করেছিল ফ্লিপকার্ট। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই ফ্লিপকার্ট জানিয়ে দেয়, শপিং পরিষেবা বন্ধ থাকলেও আপাতত জরুরি জিনিসপত্র পাওয়া যাবে ফ্লিপকার্টে। ফ্লিপকার্ট মাধ্যমে জরুরি পরিষেবা যেকোনো বিল আপনি জমা করতে পারবেন। এছাড়া খোলা থাকছে ফ্লিপকার্টের সিনেমা ও ওয়েব সিরিজ দেখার সুবিধা। প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের ফ্লিপকার্ট অ্যাপে বিনামূল্যে ভিডিও স্ট্রিমিং দেখা যায়।

Advertisment

গত বছরই এই অভিনব সুবিধা এনেছে ফ্লিপকার্ট। অ্যামাজনের মতো ভিডিও স্ট্রিমিং এর প্রচার করতে দেখা যায়নি ফ্লিপকার্টকে। করোনা পরিস্থিতিতে মানুষ যেহেতু ঘরবন্দি। সে কারণে ফ্লিপকার্ট নিজের অ্যাপের হোমস্ক্রিনের বদল এনেছে। অ্যাপ খুললেই হোমস্ক্রিনে দেখতে পাবেন সিনেমা ও ওয়েব সিরিজে তালিকা। যা এতদিন ছিল না। এছাড়া করোনাভাইরাস থেকে বাঁচতে রয়েছে একাধিক সতর্কবার্তা।

জরুরি পরিষেবায় মধ্যে যে যে জিনিস গুলি পাবেন আপনি তা হল, বেশ কিছু খাবার, টয়লেট পেপার, হেলথ সাপ্লিমেন্টস, শিশুদের প্রয়োজনীয় খাবার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি।

Advertisment

উল্লেখ্য, ওয়ালমার্ট সংস্থাধীন ফ্লিপকার্ট সাময়িকভাবে তাদের কাজ বন্ধ করেছিল গতকাল। বুধবার থেকে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আটটার ঘোষণায় জানিয়েছেন করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে একমাত্র উপায় লকডাউন। আর সেই কারণেই দীর্ঘদিনের কঠোর লকডাউন এর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই লকডাউন এর আওতায় পড়বে না ফ্লিপকার্ট এর মতো একাধিক ব্যবসায়ী সংস্থা সহ অত্যাবশ্যকীয় পণ্য।

flipkart