সদ্য ফ্লিপকার্ট ঘোষণা করেছে তার বছর শেষের উৎসবের সেল। ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর অবধি চলবে ‘Year End Carnival’। সেল চলাকালীন কোম্পানি টিভি, ইলেকট্রনিক্স দ্রব্যের ওপর প্রায় ৭০ শতাংশ ছাড় দেবে বলে জানিয়েছে এই জনপ্রিয় ই -কমার্স সাইট। প্রত্যেক দিন দুপুর ১২ থেকে ২ টো অবধি চলবে 'ক্রিসমাস রাশ ডিল'।
১২ মাসের নো কস্ট EMI কস্টে কিনতে পারবেন ফোন সহ যাবতীয় জিনিস। ৩৯৯ টাকা অতিরিক্ত দিলে ওয়ারান্টির সময়সীমা বাড়াতে পারবেন। ২২,০০০ অবধি এক্সচেঞ্জ অফারও থাকবে এসময়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশের অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।
ফ্লিপকার্ট কয়েকটি দ্রব্য তালিকাভুক্ত করেছে যার মধ্যে শাওমির Mi 43-inch Smart TV 4A পাওয়া যাবে, যার ওপর রয়েছে প্রায় ১,০০০ টাকার ছাড়। পাশাপাশি স্যামসাংয়ের ৩২ ইঞ্চির HD LED TV 2018-এ রয়েছে ১০,৯০১ টাকার ছাড়। ৪১,০০০ টাকার Vu Iconium 43-inch 4K Smart TV পাওয়া যাবে ২৪,৯৯৯ টাকায়। একই সঙ্গে ৩২ ও ৪০ ইঞ্চির ছাড় সহ দাম হবে ১২,৯৯৯ ও ১৫,৪৯৯ টাকা।
Read the full story in English