Foldable Apple iPhone: দেশ ও বিশ্ববাজারে ফোল্ডেবেল স্মার্ট ফোনের বাজার দ্রুত বাড়ছে। ব্যবহারকারীরাও ফোল্ডেবল স্মার্টফোন পছন্দ করছেন। স্যামসাং, মটোরোলা, হুয়াওয়ের মতো অন্যান্য মোবাইল প্রস্তুতকারী কোম্পানির ফোল্ডিং এবং ফ্লিপ স্মার্টফোন বাজারে পাওয়া যাচ্ছে। এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর একটি রিপোর্ট। যাতে বলা হচ্ছে Apple একটি ফোল্ডেবল আইফোন নিয়েও কাজ করছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে, কোম্পানি ২০২৬ সালের শুরুতে বিশ্ববাজারে নিয়ে আসতে চলেছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। বহুদিন ধরেই ফোল্ডেবল আইফোন আনার দাবি ছিল ব্যবহারকারীদের।
অ্যাপল ফোল্ডেবল আইফোন নিয়ে কাজ করছে
রিপোর্ট অনুযায়ী, অ্যাপল যখনই একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে, তখনই স্যামসাংয়ের ফোল্ডেবল এবং ফ্লিপ ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে সংস্থা। ব্যবহারকারীদের একটি নতুন অভিজ্ঞতা দিতে, ২০১৯ সালে ফোল্ডেবল সেগমেন্টে ফোনটি প্রথম লঞ্চ করেছিল Samsung। এরপর থেকে ফোল্ডেবল এবং ফ্লিপ ফোনের প্রতি মানুষের ভালবাসা দ্রুত বাড়তে থাকে।
আরও পড়ুন - < Monsoon AC Tips: বোর্ড থেকে অন থাকছে AC? ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা, বর্ষাতেই কেন বেশি খারাপ হয় বাতানুকূল যন্ত্র? >
স্যামসাং জুলাইয়ের শুরুতে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট 2024-এ AI বৈশিষ্ট্য সহ Galaxy Z Fold এবং Z Flip চালু করেছিল। একই সময়ে চিনা মোবাইল নির্মাতা কোম্পানি Honor এবং Huaweiও এই সেগমেন্টে ফোল্ডেবল স্মার্ট ফোন লঞ্চ করেছে। বিশ্বব্যাপী ফোল্ডেবেল স্মার্টফোনের বাজার এক বছরের আগের থেকে প্রথম ত্রৈমাসিকে 49% বৃদ্ধি পেয়েছে। হুয়াওয়ে স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে । সংবাদ সংস্থা রয়টার্সয়ের তথ্য অনুসারে ফোল্ডেবেল স্মার্ট ফোনের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় নি অ্যাপল।