Former Youtube CEO Susan Wojcicki Passed Away: ইউটিউবকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। ক্যানসারের লড়াইয়ে হার মানতে বাধ্য হলেন প্রাক্তন ইউটিউব সিইও সুসান ওয়াজসিকিকে। মাত্র ৫৬ বছর বয়সেই না ফেরার দেশে বিশ্বের অন্যতম এই প্রযুক্তিবিদ। তাঁর মৃত্যু প্রযুক্তি জগতের জন্য একটি বড় ক্ষতি মন্তব্য সুন্দর পিচাইয়ের।
Advertisment
প্রয়াত প্রাক্তন ইউটিউব সিইও সুসান ওজসিকি। তিনি প্রায় ২ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন। তার মৃত্যুতে গুগলের সিইও সুন্দর পিচাই একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করেছেন।
প্রায় ২ বছর ধরে ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইয়ের শেষ। মাত্র ৫৬ বছর বয়সেই প্রয়াত ইউটিউবের প্রাক্তন সিইও সুজান ওজনসিকি। বিশ্বের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং পরিষেবা ইউটিউবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি।
সুজান ওয়াজসিকির প্রাক্তন স্বামী ডেনিস ট্রপার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আমরা ২৬ বছর স্বামী-স্ত্রী হিসেবে থেকেছি এবং দুবছর ফুসফুসের ক্যান্সারের সাথে লড়াই করার পর পৃথিবীকে বিদায় জানিয়েছেন সুজান'।
গুগলের সিইও সুন্দর পিচাই সুসান ওজসিকির মৃত্যুতে 'এক্স'-এ একটি পোস্ট লিখেছেন। তিনি বলেছেন, “আমি আমার প্রিয় বন্ধু সুজান ওজনসিকির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মাত্র ৫৬ বছর বয়সে সুজানের মৃত্যু আমি মেনে নিতে পারছি না। এটা আমার কাছে অবিশ্বাস্য। তিনি ২ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। গুগলের ইতিহাসে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাকে ছাড়া এই পৃথিবী কল্পনা করা খুব কঠিন।"
টানা ৯ বছর ধরে বিশ্বের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং পরিষেবা YouTube-এর সিইও-র দায়িত্ব সামলেছিলেন তিনি৷ মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুসারে, তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।