Free Ghibli-style image: ফ্রি'তে ঝটপট বানিয়ে ফেলুন Ghibli ইমেজ, ChatGPT ছাড়াও রয়েছে একাধিক অপশন

Free Ghibli-style image: যুগ পরিবর্তনের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার লেটেস্ট ট্রেন্ড Ghibli ইমেজ। ChatGPT ছাড়াও আরও বেশ কিছু AI টুল রয়েছে যার সাহায্যে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারেন লেটেস্ট Ghibli ইমেজ তাও কোন টেনশন ছাড়াই।

Free Ghibli-style image: যুগ পরিবর্তনের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার লেটেস্ট ট্রেন্ড Ghibli ইমেজ। ChatGPT ছাড়াও আরও বেশ কিছু AI টুল রয়েছে যার সাহায্যে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারেন লেটেস্ট Ghibli ইমেজ তাও কোন টেনশন ছাড়াই।

author-image
IE Bangla Tech Desk
New Update
free Ghibli-style AI image editors

ফ্রি'তে ঝটপট বানিয়ে ফেলুন Ghibli ইমেজ, ChatGPT ছাড়া কোন কোন AI টুলে হবে বাজিমাত?

Free Ghibli-style image: যুগ পরিবর্তনের সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার লেটেস্ট ট্রেন্ড Ghibli ইমেজ। ChatGPT ছাড়াও আরও বেশ কিছু AI টুল রয়েছে যার সাহায্যে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারেন লেটেস্ট Ghibli ইমেজ তাও কোন টেনশন ছাড়াই। 

Advertisment

সম্প্রতি, সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে Ghibli ইমেজ। সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই Ghibli ইমেজে ডুব দিয়েছেন। কিন্তু আপনি যদি ChatGPT-তে Ghibli ইমেজে না বানাতে পারেন তাহলে মন খারাপ করবেন না। আজকের এই প্রতিবেদনে বেশ কয়েকটি বিনামূল্যের AI টুল সম্পর্কে জানাতে চলেছি যার সাহায্যে আপনিও চটজলদি বানিয়ে ফেলুন Ghibli ইমেজ। 

একেবারে ফ্রি'তে আপনি যদি সেরা Ghibli ইমেজ তৈরি করতে চান, তাহলে Fotor, Getimg.ai, insMind, Hugging Face, MidJourney, DALL·E 3 এবং Leonardo.AI এর মতো টুলগুলির সাহায্য নিতে পারেন। 

Fotor হল একটি বিনামূল্যের অনলাইন AI টুল, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ছবিকে Studio Ghibli স্টাইল ইমেযে বদলে ফেলতে পারেন। এতে রয়েছে বিশেষ এআই ফটো এডিটিং ফিচার্স। যার সাহায্যে আপনি আপনার ছবির মান আরও উন্নত করতে পারেন। পাশাপাশি আপনি আপনার পছন্দসই স্টাইলটি বেছে নিতে পারেন। 

Advertisment

Getimg.ai একটি উন্নত AI টুল যাতে টেক্সট-টু-ইমেজ এবং ইমেজ-টু-ইমেজ-এর মত লেটেস্ট ফিচার্স অন্তর্ভুক্ত রয়েছে।  

insMind  এআই টুলের সাহায্য নিয়েও আপনি আপনার ছবি বদলে ফেলতে পারেন Ghibli স্টাইল ইমেজে।

Hugging Face (Studio Ghibli Model)-এর সাহায্যেও আপনি Ghibli স্টাইল ইমেজ মুহূর্তেই বানিয়ে ফেলতে পারেন। 

MidJourney- এই বিশেষ এআই টুলকে ব্যবহার করে আপনি একসঙ্গে ২৫টি ছবি তৈরির সুবিধা পেতে পারেন। 

অপর এআই টুলটি হল DALL·E 3। যার সাহায্যে আপনি আপনার মনের মতন Ghibli স্টাইল ইমেজ তৈরি করতে পারবেন। 

যদিও OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান X-এ ঘোষণা করেছেন এখন বিনামূল্যে ইউজাররা Ghibli স্টাইল ইমেজ বানিয়ে ফেলতে পারবেন। এর অর্থ হল সাবস্ক্রিপশন ছাড়াই যেকোনো ধরণের AI-জেনারেটেড ছবি তৈরি করতে পারবেন।

যদি আপনিও Ghibli স্টাইল ইমেজ তৈরি করতে চান  তাহলে জানুন গোটা প্রক্রিয়াটি, এর জন্য প্রথমেই প্রথমে আপনার মোবাইল ফোনে ChatGPT অ্যাপটি ওপেন করতে হবে। 
এবার আপনি যে ছবিটি ঘিবলি স্টাইলে রূপান্তর করতে চান তা আপলোড করুন।
এর পরে আপনি "এই ছবিটিকে ঘিবলি স্টাইলে রূপান্তর করুন" এর মতো কিছু দেখতে পাবেন।
এখন মাত্র কয়েক মিনিট অপেক্ষা করুন এবং ChatGPT আপনার ছবির একটি সুন্দর ঘিবলি-স্টাইলের ছবি তৈরি করবে।
ফটোতে ট্যাপ করে ধরে রাখুন এবং তারপর ডাউনলোড/সংরক্ষণ বিকল্পটি নির্বাচন করুন।

আপনি ঘিবলি স্টাইলের ছবি তৈরি করতে xAI's Grok ব্যবহার করতে পারেন। ছবি তৈরির জন্য গ্রোক আরেকটি সেরা এআই টুল। এটির সাহায্যে, আপনি আপনার পছন্দের ছবিকে Ghibli স্টাইল ইমেজ   তৈরি করতে পারেন। Grok ব্যবহার  একেবারে বিনামূল্যে, এর জন্য আপনার আপনার কেবল একটি X অ্যাকাউন্ট থাকতে হবে।

এছাড়াও আপনি Deep Dream Generator, Prisma, PhotoFunia,  BeFunky, Flux এর মত এআই টুল ব্যবহার করে কয়েকমিনিটের মধ্যেই ছবিটিকে ঘিবলি স্টাইলে রূপান্তরিত করতে পারেন।  

Ghibli Images AI