Friendship Day Gift Ideas: প্রতি বছর ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হয় । তবে, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অগাস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় ফ্রেন্ডশিপ ডে।
প্রত্যেক মানুষের জীবনেই একটা সত্যিকরের বন্ধুর প্রয়োজন । বন্ধুত্বে বয়সের কোনও সীমা থাকে না । বন্ধু তো মা-বাবা, ভাই-বোন, দাদা-দিদিও হতে পারে । দেশজুড়ে,আগামীকাল ৪ অগাস্ট পালন করা হবে ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্বের এই বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুকে দিতে পারেন সেরা উপহার। যা আপনার বন্ধুত্বকে আরও মজভূত করে তুলবে।
ফ্রেন্ডশিপ ডে-তে আপনি আপনার বন্ধুকে কিছু বিশেষ উপহারের মাধ্যমে খুশি করতে পারেন। আপনার বাজেট সেই মানুষটির পছন্দ অনুযায়ী উপহার আপনার বন্ধুত্বকে আরও মজভুত করে তুলবে। প্রতি বছর আগস্টের প্রথম রবিবার ফ্রেণ্ডশিপ ডে হিসেবে পালিত হয়। এ বছর এই বন্ধুত্ব দিবস ৪ আগস্ট। বন্ধুত্ব দিবস আপনার বন্ধুদের দেখানোর একটি দুর্দান্ত সুযোগ যে তারা আপনার কাছে কতটা স্পেশ্যাল। দেখে নেওয়া যাক কিছু নিখুঁত উপহারের তালিকা।
boAt 311 Pro TWS ইয়ারবাড
আপনার বন্ধু যদি গান শুনতে পছন্দ করে, তাহলে আপনি তাকে বোট ইয়ারবাড উপহার দিতে পারেন। এর হালকা ওজন এবং আকর্ষণীয় ডিজাইন পছন্দ হতে বাধ্য। বন্ধুদের জন্য এটি একটি সেরা উপহার। আপনি boAt 311 Pro TWS ইয়ারবাডস মাত্র 2,999 টাকায় কিনতে পারেন।
পাওয়ার ব্যাংক
ফোনের ব্যাটারি ঘন ঘন শেষ যাওয়ার চিন্তা থেকে বন্ধুকে দিন মুক্তি। এই ফ্রেন্ডশিপ ডে'তে আপনি আপনার বন্ধুকে দিতে পারেন একটি পাওয়ার ব্যাংক। ফোনের ব্যাটারি যে কোনও জায়গায় এবং যে কোনও সময় চার্জ করার জন্য আপনি পাওয়ার ব্যাঙ্ক একটি দুর্দান্ত অপশন। 20000 mAh অ্যামব্রেন পাওয়ার ব্যাংক হতে পারে সেরা উপহার। এই পাওয়ার ব্যাঙ্কের দাম 1399 টাকার মধ্যে।
ট্রিমার
ফ্রেন্ডশিপ ডে-তে আপনি যদি আপনার বন্ধুকে এমন কিছু দিতে চান, যা প্রতিদিন তার কাজে লাগতে পারে, তাহলে তাকে একটি ট্রিমার উপহার দিতে পারেন। আপনি অনলাইনে অনেক ধরনের ট্রিমার পাবেন। আপনি চাইলে 1795 টাকায় ফিলিপস 9-ইন-1 ট্রিমার কিনতে পারেন। একবার চার্জ করা হলে, এই ট্রিমারটি প্রায় ১ ঘন্টা কাজ করে।
আরও পড়ুন - < Honor magic 6 pro: রয়েছে 180MP দুর্দান্ত ক্যামেরা! জলের গভীরে খেলা করবে Honor-র নয়া স্মার্টফোন >
স্মার্ট ওয়াচ
আজকাল স্মার্ট ওয়াচ সকলেই দারুণ পছন্দ করেন। পেবলের এই ঘড়িটিতে রয়েছে 1.52 ইঞ্চি গোলাকার স্ক্রিন রয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে এই স্মার্টওয়াচকে অনন্য করে তোলে। এতে রয়েছে প্রিমিয়াম লেদার বেল্ট। স্মার্টওয়াচে রয়েছে একাধিক স্পোর্টস মোড সহ সমস্ত ফিটনেস কার্যকলাপ। আপনি এই স্মার্টওয়াচটি 2,999 টাকায় কিনতে পারবেন।
ফোটো কোলাজ
যদি আপনারা অনেক দিনের বন্ধু হন তা হলে নিশ্চয়ই দুজনের একসঙ্গে অনেক ছবি রয়েছে। স্মৃতি বিজড়িত সেই সব ছবি দিয়ে বানাতে পারেন দারুণ একটি কোলাজ।
ফ্রেন্ডশিপ ব্যান্ড
বন্ধুত্বকে আরও মজভুত করে তোলার জন্য আপনি আপনার বন্ধুকে দিতে পারেন একটি ফ্রেন্ডশিপ ব্যান্ড।
বই: আপনার বন্ধু যদি বই পড়তে ভালবাসেন তাহলে তার পছন্দ মত বই বিশেষ এই দিনে তাকে উপহার দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারেন। বইয়ের সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু বিশেষ স্মৃতি।
পারসোনালাইজড কফি মগ
বন্ধুত্বের এই বিশেষ দিনে আপনি আপনার বন্ধুকে দিতে পারেন পারসোনালাইজড কফি মগ। যা কফির প্রতিটি চুমুকে আপনার বন্ধুকে আপনার কথা মনে করাতে বাধ্য করবে।