Advertisment

Upcoming smartphones: Vivo থেকে Xiaomi আনছে এযাবৎকালের সেরা স্মার্টফোন, জুনেই লঞ্চ Honor 200 সিরিজ

প্রতি মাসেই লঞ্চ হচ্ছে একাধিক নজরকাড়া স্মার্টফোন। জুন মাসে ভারতে লঞ্চ হচ্ছে এযাবৎকালের সেরা স্মার্টফোন। সব মিলিয়ে ৫টি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে জুনেই। তালিকায় রয়েছে Vivo X Fold 3 Pro, Xiaomi 14 Civi, Realme GT 6 এবং Realme GT 6।

author-image
IE Bangla Tech Desk
New Update
smartphone launches june, phone launches june 2024, honor magic 6 pro, realme gt6, vivo x fold 3 pro, motorola g85, moto g85, xiaomi 14 civi"

Vivo থেকে Xiaomi আনছে এযাবৎকালের সেরা স্মার্টফোন, জুনেই লঞ্চ Honor 200 সিরিজ

Smartphone launch in June: জুনে লঞ্চ হবে এই ৫টি দুর্দান্ত স্মার্টফোন, একটু অপেক্ষা করুন। প্রতি মাসেই লঞ্চ হচ্ছে একাধিক নজরকাড়া স্মার্টফোন। জুন মাসে ভারতে লঞ্চ হচ্ছে এযাবৎকালের সেরা স্মার্টফোন। সব মিলিয়ে ৫টি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে জুনেই। তালিকায় রয়েছে Vivo X Fold 3 Pro, Xiaomi 14 Civi, Realme GT 6 এবং Realme GT 6। আপনি যদি একটি নতুন স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন তাহলে আর একটু অপেক্ষা করুন। জেনে নিন জুনে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলির ফিচার সম্পর্কে।

Advertisment

Vivo X Fold 3 Pro

এই আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটিতে 8.03 ইঞ্চি AMOLED ইনার ডিসপ্লে থাকবে। এর বাইরে 6.53 ইঞ্চি এক্সটার্নাল AMOLED ডিসপ্লে থাকবে বলেই রিপোর্ট। ফোনটিতে থাকবে Snapdragon 8 Gen 3 চিপসেট। ক্যামেরার কথা বললে এই স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে 5700mAh ব্যাটারি দেওয়া হবে।

Xiaomi 14 Civi

ফোনটিতে একটি 6.55 ইঞ্চি 12 বিট OLED ডিসপ্লে রয়েছে। ফোনটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। ফোনটিতে 3000 nit এর সর্বোচ্চ উজ্জ্বলতা দেওয়া হতে পারে। এছাড়াও, 240Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হবে। ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট থাকতে পারে। ফোনটিতে থাকছে 4 বছরের সফ্টওয়্যার আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট।

Realme GT 6

Realme GT 6 স্মার্টফোনটিতে একটি 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। এছাড়াও, 120Hz রিফ্রেশ রেট সমর্থন দেওয়া হয়েছে। ফোনটি 6000 nits পিক ব্রাইটনেস সহ আসতে পারে। ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেটের সঙ্গে আসবে। ফোনটি Android 14 ভিত্তিক Realme UI 5.0-এ কাজ করবে। ফোনটিতে একটি 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 5500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : < ola electric scooter: ৯০ কিলোমিটারের টপ স্পিড, সেরা মাইলেজ, খরচ ১ টাকার কম, Ola ই-স্কুটারে বাম্পার ছাড় >

Poco M6 Plus

Poco-এর নতুন স্মার্টফোনে 6.79 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে থাকবে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও একটি 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সামনে একটি 8MP ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হবে। ফোনটিতে রয়েছে 12GB RAM এবং 512GB স্টোরেজ। ফোনটি Android 14 ভিত্তিক Xiaomi HyperOS-এ কাজ করবে।

Honor 200 এবং Honor Magic 6 Pro

Honor Magic 6 Pro এবং Honor 200 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে। Honor Magic 6 Pro-তে একটি 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড ডিসপ্লে রয়েছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হয়েছে। Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট ফোনে দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও একটি 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

Tech News smartphone 5G smartPhone
Advertisment