/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-208.jpg)
ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল ইসরো, সফল গগনযান মিশনের পরীক্ষামূলক উৎক্ষেপন, দেখুন ভিডিও
স্বপ্নপূরণে ধাক্কা সামলে উঠে ফের সফল উৎক্ষেপণ। 'গগনযান মিশনের' ত্রুটি সংশোধন করে শ্রীহরিকোটা থেকে গগনযান মিশনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ইসরো। আজ সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) 'হাইভোল্টেজ' গগনযান মিশনের অধীনে প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপন প্রযুক্তিগত কারণে স্থগিত করা হয়। যদিও পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে ফের সফল উৎক্ষেপণ হয়। ISRO 'গগনযান মিশনের' পরীক্ষামূলক উৎক্ষেপণে কোথায় সমস্যা হয়েছিল তা নির্ধারণে প্রাণপাত করেন বিজ্ঞানীরা। অবশেষে লক্ষ্যভেদে সফল। ত্রুটি মেরামত করে ইতিমধ্যেই লঞ্চ করেছে গগনযান মিশনের পরীক্ষামূলক উৎক্ষেপন। চওড়া হাসি ইসরোর বিজ্ঞানীদের মুখে।
আজ সকাল আটটায় গগনযান মিশনের প্রথম পরীক্ষামূলক উড়ানের উৎক্ষেপণের কথা ছিল ইসরো। আবহাওয়া সংক্রান্ত কারণে সেই সময়ে কিছু রদবদল করা হয়। এরপরই ধরা পড়ে প্রযুক্তিগত ত্রুটি। প্রথমে সাড়ে আটটা, তারপর তা পিছিয়ে দেওয়া হয় আরও ১৫ মিনিট। পৌনে নয়টার কাউন্টডাউন শুরু হয়।
কাউন্টডাউন শেষে ওড়েনি উড়ানটি। কিছু সময় পর পর ইসরো প্রধান এস সোমনাথ ঘোষণা করেন যান্ত্রিক গোলযোগের কারণে মিশন স্থগিত করে দেওয়া হয়েছে। সেই সমস্যা খুঁজে বের করে মেরামতে উঠে পড়ে লাগেন ইসরো বিজ্ঞানীরা। কিছুক্ষণ পর ফের ইসরো জানায় সকাল ১০টায় হবে উৎক্ষেপণ হবে। যান্ত্রিক গোলযোগ কাটিয়ে উঠে পুনরায় উরক্ষেপণ শুরু হতেই এবার সফল।
#WATCH | Sriharikota: ISRO launches test flight for Gaganyaan mission after first test flight was aborted pic.twitter.com/pIbmjyJj3W
— ANI (@ANI) October 21, 2023
শুরুতে সকাল ৮.৪৫ মিনিটে লঞ্চটি যাওয়ার কথা থাকলেও বিপত্তির কারণে তা স্থগিত রাখা হয়। এরপর ত্রুটি মেরামত করে সকাল ১০টার কিছু সময় পর ফের উৎক্ষেপণের চেষ্টা চালায় ইসরো। অবশেষে মিশন সফল হতেই ইসরোর মুখে চওড়া হাসি। গগনযান মিশনের পরীক্ষামূলক উৎক্ষেপন অবশেষে সফল। মাধ্যমে প্রথমবারের মতো মহাকাশে মহাকাশে পাঠাতে চলেছে ভারত। এর জন্য বাছাই করা হয়েছে বিমান বাহিনীর চার মহাকাশচারীকে।
#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold
ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT— ANI (@ANI) October 21, 2023
#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch put on hold at 5 seconds pic.twitter.com/ygOkpdaUx3
— ANI (@ANI) October 21, 2023
ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার মতো উপরে উঠবে 'টেস্ট ভেহিকেল অ্যাবর্ট মিশন-১'। রকেটটি আজ উৎক্ষেপণ করার কথা ছিল ইসরোর। প্রথমে বাঁধা পেলেও পরে সফল হয় উৎক্ষেপন। ২০২৫ সালে যখন গগনযান মিশন হবে। তখন নভোশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনার বিষয়টি কতটা সুরক্ষিত থাকবে, তা যাচাই করে দেখতেই আজকের এই পরীক্ষা ইসরোর।
আজ সকাল আটটার সময় গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণের কথা থাকলেও তবে শেষ মুহূর্তে সেই উৎক্ষেপণ আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যে কম্পিউটার লঞ্চ কমান্ড দিচ্ছিল, মাত্র পাঁচ সেকেন্ড আগে সেটিতে অসঙ্গতি ধরা পড়ে। ইসরোর তরফে জানানো হয়, সকাল সাড়ে আটটায় হবে সেই উৎক্ষেপণ। পরে আরও ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণ। পরে ইসরো প্রধান জানান, 'আপাতত পরীক্ষামূলক উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছে'। এর কিছু সময় পর ত্রুটি মেরামত করে সফল হয় গগনযান মিশনের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ২০২৫ সালের গগনযান মিশনের মাধ্যমে প্রথমবার নিজেদের মহাকাশযানে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠাতে চায় ইসরো। সেই অভিযান বাস্তবায়িত করতে আজ প্রথম টেস্ট ভেহিকেলের উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।
মিশনের সময় রকেটে কোনও ত্রুটি দেখা দিলে, মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে নিয়ে আসা সিস্টেমটি পরীক্ষা করে দেখতে চায় ইসরো। আগামী বছর শুরু হবে গগনযান মিশন। এর আগে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চলেছে ইসরো। প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ের এই হাইভোল্টেজ মিশন আগামী বছর চালু হবে। এর আগে ইসরো তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন মহাকাশযান পরীক্ষা শুরুর কাজ প্রায় শেষের পথে।
মিশনের সাফল্য ঘোষণা করলেন ISRO প্রধান
ISRO প্রধান মিশনের সাফল্য ঘোষণা করেন এবং বলেন যে ক্রু মডিউল এবং ক্রু এস্কেপ সিস্টেম পরীক্ষা করা হয়েছে। আবহাওয়ার সমস্যার পরে, লিফট অফ প্রক্রিয়া চলাকালীন, কম্পিউটারটি ইঞ্জিনে একটি ধরা পড়েএবং ISRO টিম তাৎক্ষণিকভাবে তা সংশোধন করে এবং আমরা এটি সফলভাবে সম্পন্ন করেছি।
#WATCH | Sriharikota: ISRO launches test flight for Gaganyaan mission after first test flight was aborted pic.twitter.com/pIbmjyJj3W
— ANI (@ANI) October 21, 2023