স্যামসাং ফেব্রুয়ারি মাসে ভারতে Galaxy M30 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। Galaxy M30 কোম্পানির গ্যালাক্সি এম-সিরিজের তৃতীয় স্মার্টফোন চলতি বছরের জানুয়ারি মাসে গ্যালাক্সি M 10 এবং M 20 লঞ্চ হয়েছে।
Samsung Galaxy M20 review: Big battery, good performance
স্যামসাং গ্যালাক্সি M 30 ফোনে সুপার AMOLED ইনফিনিটি ভি ডিসপ্লে, পিছনে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকবে। ডিভাইসটি কোম্পানির নিজস্ব Exynos 7904 প্রসেসরে দ্বারা চালিত হবে এবং ৪ জিবি / ৬ জিবি র্যামের সঙ্গে পাওয়া যাবে ৬৪ জিবি/১২৮ জিবির ইন্টারনাল স্টোরেজ।
ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ ভারতে অনলাইন প্ল্যাটফর্মের একচেটিয়া ব্যবসা করা শুরু করছে। । গ্যালাক্সি M10 দুটি মডেলে পাওয়া যায় - ২ জিবি র্যাম + ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। দুই মডেলের দাম যথাক্রমে ৭,৯৯০ এবং ৮,৯৯০ টাকা। এদিকে M20 ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা এবং ৪ জিবি র্যাম/ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯০ টাকা।