Advertisment

Galaxy Unpacked Event: প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ঘোষণা, বাজার কাঁপিয়ে কী জানাল Samsung?

Galaxy Unpacked Event: ই-কমার্স সাইটগুলিতে চলেছে রিপাবলিক ডে সেল! বছরের প্রথম সেল উপলক্ষ্যে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বিরাট ডিসকাউন্ট সহ Samsung Galaxy S24 কেনার এক বড় সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S24 256GB

প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ঘোষণা, বাজার কাঁপিয়ে কী জানাল Samsung? Photograph: (ফাইল চিত্র)

Samsung Galaxy S24 5G 256GB Discount Offer on Sale: ই-কমার্স সাইটগুলিতে চলেছে রিপাবলিক ডে সেল! বছরের প্রথম সেল উপলক্ষ্যে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন  ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বিরাট ডিসকাউন্ট সহ Samsung Galaxy S24 কেনার এক বড় সুযোগ। 

Advertisment

আপনি যদি নিজের জন্য নতুন একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Flipkart, Amazon আপনার জন্য নিয়ে এসেছে Samsung Galaxy S24 কেনার এক বিরাট সুযোগ। স্যামসাং কয়েকদিন পর তাদের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে, কোম্পানিটি তার গ্রাহকদের জন্য নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Samsung Galaxy S25 5G লঞ্চ করতে চলেছে। নতুন সিরিজ লঞ্চের তারিখ সামনে আসার  পরই Samsung Galaxy S24 5G মডেলে বিরাট ছাড়ের ঘোষণা করে সংস্থা! প্রায় ৮০ হাজার টাকা দামে লঞ্চ হওয়া Galaxy S24 5G মডেলটি এখন আপনি বিরাট ছাড়ের সঙ্গে কিনতে পারবেন।  
প্রজাতন্ত্র দিবস সেল উপলক্ষ্যে Samsung Galaxy S24 5G মডেলে রয়েছে অফারের বন্যা! Amazon বর্তমানে গ্রাহকদের Galaxy S30G এর 256GB ভেরিয়েন্টে 24% ছাড় দিচ্ছে। ৩০ শতাংশ দাম কমানোর পর, আপনি এই প্রিমিয়াম স্মার্টফোনটি মাত্র ৫০,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Samsung Galaxy S24 5G 256GB-তে উপলব্ধ ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার সম্পর্কে বলতে গেলে, এতে আপনি Amazon Pay ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করলে ১৫২৯ টাকার ক্যাশব্যাক অফার পাবেন। আপনি চাইলে ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে Samsung Galaxy S24 5G মডেলটি ২২৯৬ টাকার EMI-তে  কিনতে পারবেন। আপনার যদি একটি পুরনো স্মার্টফোন থাকে, তাহলে আপনি পাবেন ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। 

ফ্লিপকার্টের দারুন অফার
Samsung Galaxy S24 5G 256GB মডেলটি  Flipkart-এ ৭৯,৯৯৯ টাকায় বিক্রয়ের জন্য  তালিকাভুক্ত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের সেল উপলক্ষে ফ্লিপকার্ট এই ফোনে ২৮% ছাড় দিচ্ছে। এই অফারের মাধ্যমে, আপনি এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি মাত্র ৫৭,২৯৮ টাকায় কিনতে পারবেন। ফ্লিপকার্ট তার গ্রাহকদের ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় ৫% ক্যাশব্যাক অফার করছে। এছাড়াও, HDFC ব্যাঙ্ক কার্ডে ১৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়া যাবে।

Advertisment
samsung Samsung event
Advertisment