/indian-express-bangla/media/media_files/eqNs95SnaVCgqporvVym.jpg)
পিছনে ফেলে দিলেন মুকেশ আম্বানিকেও
Billionaires In India 2025: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মুকেশ আম্বানি এখনও শীর্ষে থাকলেও, গত এক বছরে তাঁর মোট সম্পদের পরিমাণ কমেছে। অন্যদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি দেশের সবচেয়ে বেশি সম্পদ অর্জনকারী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, গত এক বছরে গৌতম আদানির সম্পদ ১৩ শতাংশ বেড়েছে, অর্থাৎ প্রায় ১ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়ে তার মোট সম্পদ দাঁড়িয়েছে ৮.৪ লক্ষ কোটি টাকায়। ফলে তিনি ভারতের দ্বিতীয় ধনী হলেও সম্পদ বৃদ্ধির দিক থেকে মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন।
অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদ কমেছে প্রায় ১ লক্ষ কোটি টাকা, যা ১৩ শতাংশ হ্রাস। বর্তমানে তার মোট সম্পদ ৮.৬ লক্ষ কোটি টাকা। এর ফলে তিনি বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে গিয়ে এখন ১৭তম স্থানে নেমে এসেছেন।
মুম্বইয়ে সর্বাধিক কোটিপতি
হুরুন তালিকা অনুযায়ী, ভারতে এ বছর আরও ৪৫ জন নতুন বিলিয়নিয়ার যুক্ত হয়েছেন, ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৪। এর মধ্যে মুম্বাইতেই রয়েছেন ৯০ জন, যা দেশের আর্থিক রাজধানী হিসেবে শহরটির অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
এইচসিএল চেয়ারপারসন রোশনি নাদারের সম্পদ বেড়ে পৌঁছেছে ৩.৫ লক্ষ কোটি টাকায়। সান ফার্মার প্রতিষ্ঠাতা দিলীপ সাংভির সম্পদ ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ২.৫ লক্ষ কোটি টাকা। উইপ্রোর আজিম প্রেমজি ২.২ লক্ষ কোটি টাকা, কুমার মঙ্গলম বিড়লা ও সাইরাস পুনাওয়ালা দুজনেরই সম্পদ ২ লক্ষ কোটি টাকা। এছাড়া নীরজ বাজাজের ১.৬ লক্ষ কোটি, রবি জয়পুরিয়া এবং রাধাকিষণ দামানির সম্পদ ১.৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।