Advertisment

Amazon prime video on jio: বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন পান বছরভর, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির Jio

আপনি যদি রিলায়েন্স জিও সিম ব্যবহার করেন তবে আপনার রয়েছে দারুণ সুখবর। Jio-এর তালিকায় এমন একটি প্ল্যান রয়েছে যা আপনাকে সারা বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। শুধু তাই নয়, আপনি ৩৬৫ দিনের জন্য আপনি পাবেন বিনামূল্যে OTT-এর সাবস্ক্রিপশন

author-image
IE Bangla Tech Desk
New Update
"jio,jio 1198,jio rs 1198 plan detail,jio plan rs 1198,

Jio-এর ৩৬৫ দিনের সবচেয়ে সস্তার প্ল্যান, এখন এক বছরের জন্য রিচার্জ করা ঝামেলা থেকে পান মুক্তি।

jio recharge plan: Jio-এর ৩৬৫ দিনের সবচেয়ে সস্তার প্ল্যান, এখন এক বছরের জন্য রিচার্জ করা ঝামেলা থেকে পান মুক্তি।

Advertisment

আপনি যদি রিলায়েন্স জিও সিম ব্যবহার করেন তবে আপনার রয়েছে দারুণ সুখবর। Jio-এর তালিকায় এমন একটি প্ল্যান রয়েছে যা আপনাকে সারা বছরের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। শুধু তাই নয়, আপনি ৩৬৫ দিনের জন্য আপনি পাবেন বিনামূল্যে OTT-এর সাবস্ক্রিপশন।

আপনিও কী Jio-এর একটি সাশ্রয়ী মূল্যের বছরভর রিচার্জ প্ল্যান খুঁজছেন, Jio আপনার জন্য নিয়ে এসেছে এক দারুণ রিচার্জ প্ল্যান। ইউনিক এই প্ল্যানে পান আরও বেশি ডেটা। সঙ্গে পান OTTসাবস্ক্রিপশ একেবারে ফ্রি'তে।

Jio ৩২২৭ টাকা রিচার্জে পান বছরভর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। তার মানে আপনি একবার রিচার্জ করেই পাবেন সারাবছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি। সঙ্গে পান ৩৬৫দিন আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

আরও পড়ুন : < Hero Splendor Plus XTEC 2.0: দুর্দান্ত লুক, সেরা ফিচার, আরামদায়ক জার্নি, অবিশ্বাস্য মাইলেজ চমকে দিতে বাধ্য! >

আপনার যদি আরও বেশি ইন্টারনেটের প্রয়োজন হয় তবে এই প্ল্যানটি সেই সুবিধাও প্রদান করে। এতে আপনি প্রতিদিন 2GB ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। এও প্ল্যানে আপনি পাবেন মোট 730GB ডেটা। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার অ্যাক্সেসও দিচ্ছে জিও। পাশাপাশি প্রতিদিন বিনামূল্যে 100SMS ব্যবহার করতে পারবেন আপনি।

আমরা যদি Jio-এর ৩২২৭ টাকার সবচেয়ে বড় সুবিধা হল এই প্ল্যানে মিলবে সারা বছরের জন্য Amazon Prime Video-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা। আপনি যদি OTT স্ট্রিমিং করেন তবে এই প্ল্যানটি আপনার জন্য এটি একটি ভালো ডিল। প্রাইম ভিডিওর সাথে, Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও প্ল্যানে পাওয়া যাচ্ছে।

jio recharge plan jio recharge offer
Advertisment