Advertisment

Solar AC: ১ টাকায় পান দিনভর শীতলতা, দারুন বিকল্প সোলার এসি, কোথায় পাবেন? দাম'ই বা কত?

প্রবল গরমে এসি কেনার পর মানুষকে ভাবতে হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। মাত্রারিক্ত বিদ্যুৎ বিল অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ এখন ভরসা রাখছেন সোলার এসির উপর।

author-image
IE Bangla Web Desk
New Update
solar ac for home, solar ac in india, solar ac inverter, solar ac price, solar ac, solar ac 2 ton, solar ac for car, solar ac panel, solar ac price 1 ton, solar ac price in india

১টাকায় পান দিনভর শীতলতা, দারুন বিকল্প সোলার এসি, কোথায় পাবেন? দাম'ই বা কত?

solar ac price in India: ইদানিং মাত্রাতিরিক্ত গরমের কারণে AC-র চাহিদা বিপুলভাবে বেড়ে গিয়েছে। শহর থেকে জেলা, দাবদাহের কবলে। এয়ার কন্ডিশনার মেশিন কেনার রীতিমতো হিড়িক পড়ে গিয়েছে মানুষের মধ্যে। তবে এই প্রবল গরমে এসি কেনার পর মানুষকে ভাবতে হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে। মাত্রারিক্ত বিদ্যুৎ বিল অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে মানুষের কাছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ এখন ভরসা রাখছে সোলার এসির উপর।

Advertisment

গরম থেকে বাঁচতে মানুষ ঘরে ঘরে এসি চালালেও বিদ্যুতের বিলও সমস্যায় ফেলছে মানুষকে। প্রকৃতপক্ষে, তাপ এবং বিদ্যুৎ বিল উভয়ই সাধারণ মানুষের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি এখন একটি নতুন এসি কেনার কথা চিন্তা করেন তাহলে আপনি সোলার এসি কেনার বিষয়ে চিন্তা করতে পারেন। এই এসি আপনাকে দেবে একাধারে হিমশীতল অনুভূতি অন্যদিকে বিদ্যুতের বিল থেকে মিলবে রেহাই।

বাড়িতে সোলার এসি লাগানোর পর, এটি ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল কমে যাবে ৯০ শতাংশ পাশাপাশি আপনি গরম থেকেও মুক্তি পাবেন নিমেষেই। যদিও বাজারে সোলার এসি চাহিদা থাকলেও খুব কম সংস্থাই সোলার এসি বিক্রি করে।

আরও পড়ুন : < AC cooling tips and tricks: ফিল্টার পরিষ্কার করার সময় ভুলেও এই কাজ করবেন না, পচা গরমে মুহূর্তে বিকল হতে পারে আপনার AC >

হায়ার শীঘ্রই চালু করতে চলেছে সোলার এসি

হায়ারও সোলার এসি নিয়ে কাজ করছে। কিন্তু কোম্পানি এখনও তাদের সোলার এসি লঞ্চ করেনি। নেক্সাস সোলার এনার্জির কিছু দুর্দান্ত বিকল্প এই মুহূর্তে বাজারে রয়েছে । কোম্পানি তার ওয়েবসাইটে উইন্ডো এবং স্প্লিট এসি উভয়ই কেনার সুযোগ দিচ্ছে মানুষজনকে। সোলার এসির দাম শুরু হচ্ছে মাত্র ৩৪,৫৪৬টাকা থেকে।

স্মার্ট কানেক্টিভিটি পাওয়া যাবে

আপনি Nexus Solar Energy-র স্প্লিট এসিতে পাবেন স্মার্ট কানেক্টিভিটি। অর্থাৎ আপনি এটি আপনার ফোন থেকেও ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে এতে AI ফিচার দেওয়া হয়েছে। একই সময়ে এতে থাকছে শুদ্ধ বাতাস পরিবেশনের বিশেষ ফিচার। যার ফলে ব্যবহারকারীরা ঘরে একেবারে সতেজ বাতাস পান। এটিতে একটি মাল্টি-লেয়ার ফিল্টার রয়েছে, যা ব্যবহারকারীদের আরও বেশি শীতলতা প্রদান করে। কোম্পানি ১ টন, ২ টন ক্ষমতার স্প্লিট সোলার এসি বিক্রি করে। যার দাম ৩৫, ৭১৮ টাকা এবং ৪১,৮১২টাকা।

Air Conditioner Tech News air conditioner machine
Advertisment