Advertisment

Hero Vida V1 Plus: দুর্দান্ত লুক, সেরা ফিচার্স, অবাক করা মাইলেজ, Hero-র ই-স্কুটারে পান ২০ হাজার ছাড়

পান সিঙ্গেল চার্জে 100km-র অনবদ্য রেঞ্জ, সেই সঙ্গে 20 হাজারের বিরাট ছাড়। Hero-র এই বৈদ্যুতিক স্কুটারটি Flipkart-এ এখন দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Hero Vida V1 Plus Price in India, Hero Vida V1 Plus Range, Hero Vida V1 Plus Speed, Hero Vida V1 Plus Flipkart, Hero electric scooter, electric scooter under 1.5 lakh, hero vida v1 plus on road price, hero vida v1 plus real range,

পান সিঙ্গেল চার্জে 100km-র অনবদ্য রেঞ্জ, সেই সঙ্গে 20 হাজারের বিরাট ছাড়। Hero-র এই বৈদ্যুতিক স্কুটারটি Flipkart-এ এখন দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে।

Hero Vida V1 Plus: পান সিঙ্গেল চার্জে 100km-র অনবদ্য রেঞ্জ, সেই সঙ্গে 20 হাজারের বিরাট ছাড়। Hero-র এই বৈদ্যুতিক স্কুটারটি Flipkart-এ এখন দারুণ সস্তায় পাওয়া যাচ্ছে।

Advertisment

শোরুম ছাড়াও, আপনি Hero MotoCorp কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart- থেকেও কিনতে পারেন। অফলাইন ছেড়ে অনলাইনে এই ই স্কুটারটি কিনলে আপনি পেতে পারেন 25 হাজার টাকা পর্যন্ত একটি বিশাল সাশ্রয়ের সুযোগ।

নতুন ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যানিং করছেন? এখন ঘরে বসেই অর্ডার করতে পারেন পছন্দের দুর্দান্ত এই ই-স্কুটার। অনলাইনে 20 হাজার টাকার ছাড়ের সঙ্গে আপনি কিনে নিতে পারেন Hero Motocorp কোম্পানির Hero Vida V1 Plus ইলেকট্রিক স্কুটার।

ফিচারের কথা বললে, আপনি এই স্কুটারে তিনটি রাইডিং মোড পাবেন, ইকো, রাইড এবং স্পোর্ট। টপ স্পিডের কথা বললে, এই ইলেকট্রিক স্কুটারটি 80 কিমি/ঘন্টা গতিতে চলতে পারে। এছাড়াও, স্কুটারটি LED প্রজেক্টর হেডল্যাম্প, 7 ইঞ্চি TFT ডিসপ্লে, CBS সহ ফ্রন্ট ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেকের অপশন পাবেন।

Hero MotoCorp-এর এই ইলেকট্রিক স্কুটারটির দাম 1 লাখ 19 হাজার 900 টাকা (এক্স-শোরুম)। আপনি এই স্কুটারটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বুক করতে পারেন। পাঁচটি কালার অপশনের মধ্যে থেকে আপনি বেছে নিতে আপনার জন্য সেরা রঙটি।

আরও পড়ুন - < Ola Electric Motorcycle: তিনটি বাইক লঞ্চ করল OLA, দুর্দান্ত লুকের সঙ্গে পান সেরা মাইলেজ, ফিচার্স >

Flipkart-এ স্কুটার বুক করার সময়, আপনি সরাসরি অন-রোড মূল্য পরিশোধ করতে পারেন। এছাড়াও, আপনি বীমা এবং রেজিস্ট্রেশন চার্জও দিতে পারেন। Flipkart-এ সমস্ত পদক্ষেপগুলি সম্পন্ন করার পরে, আপনি ১৫ দিনের মধ্যে স্কুটারের ডেলিভারি এবং ডিলারশিপের বিবরণ সম্পর্কে তথ্য পাবেন।


এই ইলেকট্রিক স্কুটারের ড্রাইভিং রেঞ্জের কথা বললে, এই স্কুটারের 3.44kWh ব্যাটারি ভেরিয়েন্ট ফুল চার্জে 143 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জের কথা বলি, তাহলে এই স্কুটার দিয়ে আপনি 100 কিলোমিটার রেঞ্জ পাবেন। কোম্পানি দাবি করেছে যে এই Hero ইলেকট্রিক স্কুটারটির রানিং খরচ প্রতি কিলোমিটারে 0.18 পয়সা।

Hero MotoCorp Electric scooter
Advertisment