Geyser explosion: শীতের সিজনে ঠান্ডা এড়াতে গরম জলের ব্যাপক ব্যবহার হচ্ছে। বেশিরভাগ বাড়িতেই জল গরম করতে মানুষ গিজার ব্যবহার করছেন। গিজার আমাদের শীতে আর্শীবাদ স্বরূপ। কিন্তু গিজার ব্যবহারের সময় বেশ কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। সামান্য অসাবধানতার কারণে মৃত্যুও হতে পারে। সম্প্রতি, গিজার বিস্ফোরণের একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে বিয়ের ৫ দিনের মাথায় গিজার বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে এক নববধূর।
সম্প্রতি উত্তরপ্রদেশের বেরেলি জেলায় গিজার বিস্ফোরণের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে যেখানে স্নানে গিয়ে গিজার ফেটে মৃত্যু হয়েছে নববধূর। বিয়ের মাত্র ৫ দিনের মাথায় এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে। জানা গিয়েছে গিজার বিস্ফোরণের জেরে মারাত্মক জখম বধূকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।
আপনিও যদি ঠাণ্ডা থেকে বাঁচতে গিজার ব্যবহার করেন, তাহলে খুব সাবধানে গিজার ব্যবহার করুন। পাশাপাশি গিজার কেনা ও ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখুন ।
গিজার ব্যবহার করার সময় কখনোই এই ভুল করবেন না
- আপনি যখন গিজার কিনতে যাচ্ছেন, টাকা বাঁচাতে লোকাল কোম্পানির গিজার কিনবেন না। সস্তা গিজারে গুণমান নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়।
- গিজার কখনোই দীর্ঘক্ষণ অন রাখবেন না। দীর্ঘ সময়ের জন্য গিজার চালু রাখলে এটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।
- আমরা আপনাকে বলে রাখি যে গিজারে একটি ভালভ দেওয়া হয়। ভাল্বে কোনো ত্রুটি থাকলে ব্লাস্ট ও ফুটো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতএব, সময়ে সময়ে এটি পরীক্ষা করুন।
- যদি আপনার গিজার পুরানো হয় তবে আপনাকে অবশ্যই এর থার্মোস্ট্যাট অভিজ্ঞ টেকনিশিয়ানকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন। আসলে, থার্মোস্ট্যাট খারাপ হলে গিজার অনুমান করতে পারে না কতটা জল গরম করতে হবে। ক্রমাগত গরমের কারণে চাপ বেড়ে যায় এবং এক সময় তা ফেটে যায়।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্নানের সময় কখনোই গিজার ব্যবহার করবেন না। স্নানের আগে জল গরম করে গিজার বন্ধ করে বাথরুমে ঢুকুন।