Geyser Using Tips: শীতকালে এইভাবে গিজার ব্যবহার করুন, বিদ্যুৎ বিল হুহু করে কমবে!
শীতকালে ঠান্ডা জলে স্নান এড়াতে সকলেরই ভরসা গিজার। শীতে রুম হিটার এবং গিজারের মত গ্যাজেটের ব্যবহার বাড়ার কারণে বিদ্যুৎ বিল বেশ খানিকটা বেশি আসে। তবে আজকের এই প্রতিবেদনে এমন কিছু টিপস সম্পর্কে জানাতে চলেছি যাতে শীতে গিজার ব্যবহারেও আসবে কম বিদ্যুৎ বিল।
শীতের দাপুটে ইনিংস দেশজুড়ে । গত কয়েক দিনে রেকর্ড পারদ পতন। যার ফলে আরও বেশি ঠান্ডার দাপটে নাজেহাল মানুষ।
শীতকালে ঠান্ডার দাপট থেকে রেহাই পেতে বেশিরভাগ মানুষ গিজার ব্যবহার করেন । কিন্তু গিজার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বেশি হয়। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে গিজার ব্যবহার করবেন, যার জেরে আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে।
অনেকেই গিজার ব্যবহারের পর তা চালু রেখে দেন। যার ফলে বিল বেশি আসে।
বিদ্যুৎ বিল যাতে কম আসে তার জন্য আপনি অটো কাট ফিচার সহ গিজার কিনতে পারেন। যেখানে জল গরম হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু এর পরেও, গিজারের মেইন স্যুইচ বন্ধ রাখা জরুরি।
এছাড়াও, আপনি উচ্চ ক্ষমতা সম্পন্ন গিজার ব্যবহার করতে পারেন। এতে একবার জল গরম হয়ে গেলে সিজারেই তা স্টোর থাকে। ফলে আপনাকে বারবার জল গরম করার জন্য গিজার চালাতে হবে না। ফলে বিদ্যুৎ বিল কম আসবে।
বাজারে গিজার কেনার সময় লো স্টার রেটেড গিজার কিনবে না। শুধুমাত্র ৫ স্টার রেটিং সহ গিজার কেনার চেষ্টা করুন। ৫ স্টার রেটিং সহ গিজার আপনার বিদ্যুৎ খরচ কমায়। এটি আপনার বিদ্যুৎ বিল কমাবে।