Advertisment

Valentines day deal: বাঁচবে পকেট, বাড়বে প্রেম! valentines day উপলক্ষ্যে বিরাট ছাড় 5G স্মার্টফোনে

এই ভ্যালেন্টাইন্স ডে'তে আপনি আপনার সঙ্গীকে একটি দারুণ স্মার্টফোন উপহার দিতে পারেন। আপনি যদি ১৫ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান বা আপনার পার্টনারকে গিফট করতে চান তাহলে আমরা আপনার জন্য এমন স্মার্টফোনের একটি তালিকা নিয়ে এসেছি, যেগুলি আপনার পকেটও বাঁচাবে, ভালবাসাও বাড়াবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Flipkart, Valentine week sale, iPhone 15 discount, Mobile Bonanza, gadgets, smartphones"

এই ভ্যালেন্টাইন্স ডে'তে আপনি আপনার সঙ্গীকে একটি ভালো স্মার্টফোন উপহার দিতে পারেন। আপনি যদি ১৫ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান বা আপনার পার্টনারকে গিফট করতে চান তাহলে আমরা আপনার জন্য এমন স্মার্টফোনের একটি তালিকা নিয়ে এসেছি, যেগুলি আপনার পকেটও বাঁচাবে, ভালবাসাও বাড়াবে।

কাছের মানুষকে উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। আবার বিশেষ দিন এলেই যে উপহার দিতে হবে এমন কোনও কথা নেই। তবে, কথায় বলে সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে? ছোটছোট উপহার তাও আবার বিশেষ দিনে, এক আলাদাই আনন্দ এনে দেয়।

Advertisment

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাছের মানুষটিকে কী উপহার দেবেন ভাবছেন? আবার পকেট নিয়েও চিন্তিত? তবে, বেশ কিছু নিত্যনতুন ধরনের গিফট আইডিয়া রইল আপনাদের জন্য। সাধ্যের মধ্যে এমন কিছু দেওয়াই ভাল, যা আপনার পক্ষেও উপযোগী হবে, এবং মনের মানুষটি সেই উপহার দেখেই আনন্দে লাফিয়ে উঠবে।

ছেলেদের এবং মেয়েদের পছন্দ অবশ্যই আলাদা আলাদা। বিশেষ করে রং এবং সুগন্ধির ক্ষেত্রেও এই বদল দেখতে পাওয়া যায়। মেয়েরা একটু হালকা পছন্দ করলেও ছেলেরা একটু চড়া সুগন্ধিই চায়। গিফট দেওয়ার সময় প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, শুধু দামি কিছু না বরং অভিনব কিছু হতেই হবে। যাতে আপনার পার্টনারের একদম তাক লেগে যায়।

ছেলেদের জন্য কী কী গিফট ভাল হতে পারে?

নিজেদের পছন্দ নিয় এরা কিন্তু বরাবরই খুঁতখুঁতে। বিশেষ করে একটা বয়সের পর, নিজেরাও যথেষ্ট ভাবনা চিন্তা করে জিনিসপত্র কেনেন। যেমন শার্টের ক্ষেত্রে সাদা, নীল এবং কালো আবার কিছু কিছু সময় ডার্ক মেরুন, গ্রে এই রঙও অনেকে পছন্দ করেন। তাই শার্ট অথবা পাঞ্জাবি উপহার হিসেবে দিতেই পারেন।

আপনার পার্টনার যদি বইপ্রেমী হন, তবে অবশ্যই তাঁর পছন্দের বই উপহার দিতে পারেন। পছন্দের লেখকের একটি বই যথেষ্ট আনন্দ দিতে পারে। যদি কমিক্স পছন্দ করেন, তবে এটিও উপহার হিসেবে দিতে পারেন।

ভাল কোনও ব্র্যান্ডের ওয়ালেট কিংবা বেল্ট গিফট হিসেবে দিতে পারেন। দরকারেও আসবে আবার যদি স্টাইলিশ কিছু দিতে পারেন তবে, ফ্যাশনবেল হবে। আবার, যদি তিনি ভ্রমনে আগ্রহী হন তবে, ব্যাগপ্যাক গিফট দিতে পারেন।

ভাল কোনও ব্র্যান্ডের পারফিউম উপহার দিতে পারেন। অথবা ডিও সেট গিফট করতে পারেন। চাইলে, স্কিনকেয়ার এর জন্য কিছু উপহার দিতে পারেন। দামী কিছু উপহার দিতে চাইলে এও এক ভাল অপশন।

personalized হার্ট পাজেল কারওর থেকে বানিয়ে সেটিও উপহার দিতে পারেন। যেমন নতুন ধরনের হবে তেমনই আকর্ষণীয় হবে। দেখেই খুশি হয়ে যাবেন।

আপনার প্রিয়তমার জন্য যে উপহার ভাল হবে–

কাস্টমাইজ পেন্ডেন্ট ভেবে দেখেছেন? কিংবা রিং? এটা কিন্তু ভাল অপশন। অবশ্যই যদি জুয়েলারি পছন্দ করেন তবে। এছাড়া নিজের মনমত গয়না রাখার কাঠের বক্স উপহার দিতে পারেন।
DIY টিশার্ট ভেবে দেখতে পারেন। কালারফুল অথবা সাদা এর অপর কার্টুন এবং ক্যারেক্টার প্রিন্ট করতেই পারেন। আপনার প্রিয়তমার পছন্দ হতে পারে।
মেয়েদের খুশি করতে হলে, সাজগোজের সামগ্রীর জুড়ি মেলা ভার! লিপস্টিক থেকে ফেক নেইলস সবকিছুই মেয়েদের কিন্তু খুব পছন্দের। তাই ভেবে দেখতে পারেন সাজগোজের জিনিসও।
অনেকেই একটু সৃজনশীল হন, সেক্ষেত্রে সুগন্ধি যুক্ত ক্যান্ডেল উপহার দিতে পারেন। অনলাইন হোক অথবা অফলাইন দুইজায়গাতেই পেয়ে যাবেন।
বই উপহার হিসেবেও কিন্তু মেয়েদের ক্ষেত্রেও দারুণ ভাল। রোম্যান্টিক নভেল হোক অথবা থ্রিলার, রহস্য উন্মোচনে মেয়েরা কিন্তু সাংঘাতিক! তাই এই ধরনের বই আপনার প্রেমিকার মন মত উপহার হতে পারে।

ক্যান্ডেলাইট ডিনার হতে পারে। নিজে সাজিয়ে গুজিয়ে সেই প্রস্তুতি নিতে পারেন। আবার কোনও হোটেল বুক করতে পারেন। পছন্দ আপনার। তবে কছের মানুষকে অনন্য ফিল করাতে এটা ভেবে দেখতে পারেন।

নিজের জিনিষ প্রসঙ্গে সে কি খুব ওয়াকিবহাল? তবে, টাপারওয়ারের সুন্দর দেখে জলের বোতল অথবা ক্যারি বক্স দিতে পারেন।
উডেন আর্ট গিফট করতে পারেন। নিজেদের ছবি কাট আউট করে সেটিকে আর্টের রূপ দিতে পারেন। সঙ্গে ভিন্ন লাইটের আয়োজন করতে পারেন।

তবে, বিশেষ উল্লেখ্য, ফুল এবং চকলেট কিন্তু মাস্ট! মুখ ভার হোক অথবা মনমালিন্য, এক নিমেষে সব ঠিক হয়ে যাবে।
পার্টনারকে দিতে পারেন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন-

এই ভ্যালেন্টাইন্স ডে'তে আপনি আপনার সঙ্গীকে একটি ভালো স্মার্টফোন উপহার দিতে পারেন। আপনি যদি 15000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান বা আপনার পার্টনারকে গিফট করতে চান তাহলে আমরা আপনার জন্য এমন স্মার্টফোনের একটি তালিকা নিয়ে এসেছি, যেগুলি আপনার পকেটও বাঁচাবে ভালবাসাও বাড়াবে।

Realme Narzo 60X 5G
তালিকায় থাকা প্রথম স্মার্টফোনটি হল Realme Narzo 60X 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটির চমৎকার ফিচার এবং স্পেসিফিকেশন চমকে দিতে বাধ্য। Amazon-এ মাত্র 12,499 টাকায় পাওয়া যাচ্ছে এই 5G স্মার্টফোনটি । সঙ্গে রয়েছে 11,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও।

Redmi 12 5G

এই স্মার্টফোনটিতে রয়েছে 5000mAh এর শক্তিশালী ব্যাটারি। যা 22.5W চার্জিং সাপোর্টেড । স্মুথ পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর। আপনি এই স্মার্টফোনটি Amazon থেকে 13,499 টাকায় অর্ডার করতে পারেন। এছাড়াও, রয়েছে 12,824 টাকার এক্সচেঞ্জ অফারও।

Realme Narzo 60 5G

এই স্মার্টফোনটি সুপার AMOLED ডিসপ্লে সহ পাবেন যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট । এটি একটি 5G স্মার্টফোন, যা Android 13 এ কাজ করে। পার্টনারকে উপহার দেওয়ার জন্য এটি একটি খুব ভাল বিকল্প। আপনি এটা Amazon থেকে কিনতে পারেন। এর দাম 15,999 টাকা।

Samsung Galaxy M34 5G

এই স্মার্টফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz। এবং 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। এতে 50MP+8MP+2MP এর ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য এতে রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা। আপনি এটি Amazon থেকে 15,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, এটিতে 14,750 টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে।

valentine day
Advertisment