অনেকেরই জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ নিয়ে সমস্যা রয়েছে। বিজ্ঞপ্তিতে ভরে ওঠে মেইল বক্স। কোথাও যদি মেইল আইডি দিয়ে লগইন করা হয়, সেখানকার নটিফিকেশন ঢুকতে থাকে মেইল মারফত। অগত্যা প্রত্যাশিত মেইলের ঢোকার জায়গা থাকে না। এদিকে মেইল ডিলিট করা সময় সাপেক্ষ কাজ। তাহলে উপায়? গুগল মোট ১৫ জিবি স্টোরেজ ব্যবহারকারীদের বিনামূল্যে ব্যবহার করতে দেয়। এরমধ্যেই থাকে ফোন নম্বর, ড্রাইভ ফাইল, ইমেল, হোয়াটসঅ্যাপ ব্যাকআপ ইত্যাদি। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তবে ১৫ জিবি ভরে উঠতে বেশি সময় লাগবে না।
গুগল প্রতি মাসে ১৩০ টাকায় অতিরিক্ত ক্লাউড স্টোরেজ কেনার পরামর্শ দেয়। এছাড়া নতুন মেলগুলি সামঞ্জস্য করার জন্য কিছু জায়গা পরিষ্কার করার নির্দেশ দেয়।
অতিরিক্ত স্টোরেজ কিনতে আপনার প্রয়োজনীয় স্টোরেজটি নির্বাচন করতে হবে এবং কেনার জন্য আপনাকে ক্রেডিট কার্ডের বিশদ তথ্য দিতে হবে। এটি একবার করার পরে, গুগল আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে একটি পুনরাবৃত্তিতে টাকা কেটে নেওয়ার সেট আপ করবে এবং সাবস্ক্রিপশন শেষ করার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনি অতিরিক্ত স্টোরেজ পাবেন না। এছাড়া, নতুন ডেটা যুক্ত করতে বা নতুন ইমেল পেতে আপনাকে স্টোরেজটি সাফ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টটি যে পরিমাণ স্পেস ব্যবহার করবে তা ১৫ জিবির কম করতে হবে।
সাইজ হিসেবে ডিলিট করতে চাইলে https://drive.google.com/#quota এই লিঙ্কে ক্লিক করুন। লগ ইন করুন আপনার জিমেইল অ্যাকাউন্ট। সেখানেই ছোট থেকে বড় হিসেবে সাজানো থাকবে সমস্ত ফাইল। সেখান থেকেই বেছে নিয়ে অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে ফেলুন।
সহজে মেইল ডিলিট করতে চাইলে, অ্যাকাউন্ট লগ ইনের পর সার্চ বারে টাইপ করুন “has:attachment larger:10M”, ১০ এমবি সাইজের মেইলের তালিকা দেখতে পাবেন স্ক্রিনে। কাজেই সহজে ডিলিট করতে পারবেন।
‘Delete all spam messages now' অপশনে ক্লিক করে রাখতে পারেন।
Read the full story in English