Advertisment

Jio: Jio-এর সামনে ব্যর্থ Airtel-VI, ৪১ লাখ নতুন ইউজার পেল আম্বানির সংস্থা

Jio-এর সামনে ব্যর্থ Airtel-VI, ৪১ লক্ষেরও বেশি নতুন গ্রাহক জিও-তে যোগ দিয়েছেন। TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট দেখে অবাক হবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"jio,jio 1198,jio rs 1198 plan detail,jio plan rs 1198,

Jio-এর ৩৬৫ দিনের সবচেয়ে সস্তার প্ল্যান, এখন এক বছরের জন্য রিচার্জ করা ঝামেলা থেকে পান মুক্তি।

Jio-এর সামনে ব্যর্থ Airtel-VI, ৪১ লক্ষেরও বেশি নতুন গ্রাহক জিও-তে যোগ দিয়েছেন। TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট দেখে অবাক হবেন।

Advertisment

রিলায়েন্স জিও দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। TRAI-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাসে Jio-এর ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই মাসে, ৪১ লাখেরও বেশি নতুন ব্যবহারকারী Jio-এর প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন।

রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল দেশের চারটি বড় টেলিকম সংস্থা। অন্যান্য টেলিকম সংস্থাকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে Jio। জিওতেও রয়েছে বর্তমানে সর্বাধিক সংখ্যক ব্যবহারকারী এবং তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। TRAI প্রকাশিত নতুন রিপোর্টে জানা গেছে যে জানুয়ারি মাসে Jio-এতে ৪১.৭৮ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন।

Jio-এর সামনে ব্যর্থ Airtel-VI
জানুয়ারি মাসটি Jio-এর জন্য সেরা ছিল। এই মাসে ৪১.৭৮ লক্ষ ব্যবহারকারী জিও নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এয়ারটেল চলতি বছরের জানুয়ারিতে ৭.৫২ লাখ নতুন ব্যবহারকারীকে ব্র্যাণ্ডের নেটওয়ার্কে যুক্ত করেছে। TRAI রিপোর্ট অনুযায়ী, বর্তমানে Airtel ব্যবহারকারীর সংখ্যা ৩৮.২৪ কোটিতে পৌঁছেছে।

ভিআই দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি। নতুন নতুন বছরে, কয়েক লাখ গ্রাহকও কোম্পানি ছেড়ে চলে গেছে। ২০২৪-এর জানুয়ারিতে মোট ১৫.২ লাখ ব্যবহারকারী Vi-এর পরিষেবা ছেড়েছিলেন। এখন Vi-এর মোট ব্যবহারকারী ২২.১৫ কোটি।

jio
Advertisment