Advertisment

Google AI Chatbot Gemini : 'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! Google AI চ্যাটবট জেমিনি-র বার্তায় আঁতকে উঠলেন পড়ুয়া

Google AI Chatbot Gemini : জানা গিয়েছে, ওই পড়ুয়া এআই-এর কাছে পড়াশোনায় সাহায্য চাইলে গুগলের এআই চ্যাটবট জেমিনি ওই ছাত্রীকে উত্তর দেয়,'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'। এই বার্তা পেয়ে সারাদিন আতঙ্কে কাটিয়েছেন ওই পড়ুয়া।

author-image
IE Bangla Tech Desk
New Update
Google AI Chatbot Gemini

'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'! Google AI চ্যাটবট জেমিনি-র বার্তায় আঁতকে উঠলেন পড়ুয়া

Google AI Chatbot Gemini : 'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'!  গুগলের এআই চ্যাটবট জেমিনি থেকে এমনই বার্তা পেলেন এক পড়ুয়া! জানা গিয়েছে, ওই পড়ুয়া এআই-এর কাছে পড়াশোনায় সাহায্য চাইলে গুগলের এআই চ্যাটবট জেমিনি ওই ছাত্রীকে উত্তর দেয়,'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'। এই বার্তা পেয়ে সারাদিন আতঙ্কে কাটিয়েছেন ওই পড়ুয়া। 

Advertisment

জানা গিয়েছে, মিশিগানের এক ছাত্রী গুগলের এআই চ্যাটবট জেমিনি থেকে পড়াশোনায় সাহায্য চাইলে তাকে বলা হয় 'তুমি পৃথিবীর বোঝা, মরে যাও'। এই বার্তা পেতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই পড়ুয়া ও তার পরিবারের সদস্যরা। গুগল এই ঘটনাটিকে তার 'নীতির লঙ্ঘন' বলে ব্যাখ্যা করেছে।

iPhone 16 সিরিজকে ডিজাইন, লুকে টেক্কা? ফাঁস হল Oppo Reno 13 Series-র প্রথম ঝলক

সকলেই এখন গুগলের এআই চ্যাটবট জেমিনি সম্পর্কে কমবেশি জানেন। অফিস হোক বা স্কুল,  মানুষ এখন গুগলের এআই চ্যাটবট জেমিনি-থেকে অনুবাদ থেকে শুরু করে সব ধরনের তথ্য অনুসন্ধান করেন। আজকের তরুণ প্রজন্মের মধ্যেও এটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ২৯ বছর বয়সী এক কলেজ ছাত্রীও এই নতুন প্রযুক্তি ব্যবহার করে কিছু তথ্য জানতে চেয়েছিল, কিন্তু গুগলের এই এআই চ্যাটবট যে উত্তর দিয়েছে তা সত্যিই অবাক করার মতো।  

জানা গিয়েছে ওই ছাত্রীর নাম বিদ্যা রেড্ডি। তিনি কলেজ পড়ুয়া। হোম ওয়ার্কের জন্য গুগলের নতুন  এআই চ্যাটবট জেমিনি ব্যবহার করতে গিয়ে হাড়হিম অভিজ্ঞতা হয় তার। কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলে, উত্তরে জেমিনি ওই পড়ুয়াকে জানায়, আপনি সময় এবং সম্পদ উভয়েরই অপচয়, আপনি এই পৃথিবীর বোঝা। আপনি মরে যান'।

Vivo জ্বরে কাবু বিশ্ববাজার! 32GB RAM, 200MP লেন্স সহ X200 সিরিজ লঞ্চ কবে?

বিদ্যা রেড্ডি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর তিনি বলেন, এ ধরনের ঘটনা বন্ধ করতে টেক জায়ান্টগুলিকে এগিয়ে আসতে হবে। গুগল বলেছে এই প্রতিক্রিয়াটি আমাদের নীতি লঙ্ঘন করেছে এবং আমরা যাতে এই ধরণের কোন ঘটনা ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে কাজ করছি। জেমিনি চ্যাটবটে সুরক্ষা ফিল্টার ইনস্টল করেছি যা ঘৃণা, হিংসাত্মক বা বিপজ্জনক বার্তাগুলি প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে।

 

 

google AI
Advertisment