গুগল তাদের নিজস্ব ব্লগ পোস্টে লিখিত ভাবে জানিয়েছে, এই টুলটা পেতে হলে ইউটিউবে নিজস্ব গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করতে হবে। যে সংস্থা ভিডিও আপলোড করেছে তারাও একইসঙ্গে জানতে পারবে ব্যবহারকারীরা কতক্ষণ সময় কাটিয়েছেন তাদের তৈরি ভিডিওর সঙ্গে।
আরও পড়ুন:ভারতীয়দের শিক্ষিত করার দায়িত্ব কাঁধে নিল হোয়াটসঅ্যাপ
উপরন্তু, যাঁরা বিজ্ঞপ্তি দেবেন তাঁরাও অবগত হবেন সংস্থার জনপ্রিয়তা সম্পর্কে। ইউটিউব এই বছরের প্রথম দিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য 'টেক অ্য ব্রেক' ফিচার চালু করেছে। ব্যবহারকারীরা প্রতি ১৫, ৩০, ৬০, ৯০, বা ১৮০ মিনিটের সময় পরে রিমাইন্ডার নোটিফিকেশন সেট করতে পারবে এই ফিচারের মাধ্যমে, এই ফিচারটির মাধ্যমে রিমাইন্ডার নোটিফিকেশন এলে পরে তা তৎক্ষনাৎ স্নুজ, স্কিপ বা বন্ধ করতেও পারবেন আপনি।
আরও পড়ুন:১৯৭৬ সালের কম্পিউটারের দাম প্রায় ২.১ কোটি টাকা
এ ছাড়া নতুন ফিচারের সঙ্গে শিডিউল করে রাখার মত অপশনও দেওয়া হয়েছে। যা দিয়ে আগাম ঠিক করে রাখতে পারবেন দিনের কোন সময়টা ভিডিও আপ করবেন বা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিও আপডেট হলে সেটার নোটিফিকেশনও পৌঁছে যাবে আপনার কাছে। তবে এখন ভাবছেন, কতই তো সাবসক্রাইব করেছি ইউটিউবে। সবার নোটিফিকেশন ঢুকলে তো সারাদিনের মত বাজতে থাকবে ফোন। একেবারেই তা নয়, ইউটিউব তার নোটিফিকেশন বন্ধ করে রাখার অপশনও দিয়েছে নতুন ফিচারের সঙ্গে।