সম্প্রতি নতুন আপডেটে ভোল বদল ঘটেছে গুগল ক্রোমের। কম্পিউটারের জন্য পোশাকি নাম ক্রোম ৭১। নতুন ব্রাউজারে পাওয়া যাবে একাধিক ফিচারের সুবিধা। এবার থেকে অসুরক্ষিত ওয়েবসাইট থেকে বিল পেমেন্টে প্রয়োজনীয় সুরক্ষা দেবে গুগল। উইনডোজের সঙ্গে ম্যাক, লিনাক্সের জন্যও উপলব্ধ হবে এই সুরক্ষা। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের ঘরেও এসে পড়বে গুগল ক্রোমের নয়া আদল।
গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণে ব্যবহারকারীদের দূষিত ওয়েবসাইট থেকে সুরক্ষিত করা হবে, যা সন্দেহজনক থার্ড পার্টি লিঙ্কগুলি, যা আপনি না চাইতেই এসে হাজির হয়, সেসব থেকে মুক্তি দেবে আপনাকে। সাইবার সংক্রান্ত যেসব ঝুঁকি তা বাদ পড়বে। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু সার্চ করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে একাধিক ট্যাব খুলে যায়, আবার কিছু ফিশিং ইমেলের সঞ্চার ঘটে। এসব প্রতিরোধ করতে গুগলের নতুন ক্রোমে রাখা হয়েছে একাধিক ফিচার।
আরও পড়ুন: সেরে উঠছে ওজোন স্তরের ছিদ্র
ক্রোম ৭১ এর অন্যতম বড় পরিবর্তন হল বিলিংয়ের জন্য একটি সতর্কতা স্ক্রিন, যা নিয়মিত লেনদেনের সময় উপস্থিত হবে। অনলাইনে করা প্রতিটি পেমেন্টের জন্য, Google Chrome পেমেন্ট গেটওয়েগুলির মাধ্যমে নিরাপত্তার জন্য একটি বিবৃতি প্রকাশ করবে। যাঁরা ভুলবশত লেনদেনের অপ্রয়োজনীয় বা সন্দেহজনক পদ্ধতি অনুসরণ করবেন, তাঁদের ক্রোম ভবিষ্যতে অনলাইন ট্রানজাকশনে বাধা দেবে। ফলত, ভুল ফাঁদে পা যাতে না দেন তার দায়িত্ব কাঁধে নিয়েছে ক্রোম ৭১। ট্রানজাকশনের সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন এসে হাজির হবে।
১) পিন ট্যাব করার সুবিধা পাবেন। অর্থাৎ যে ওয়েবসাইট আপনার প্রয়োজনীয়, গুগল খুলেই আগেই সেই ওয়েবসাইট চোখে পড়বে আপনার।
When you’ve gotta focus, but you also can’t miss an update. Multitasking made simple – just pin the tab. #GoogleChrome pic.twitter.com/xdRJrdfWeG
— Google Chrome (@googlechrome) December 6, 2018
২) অপ্রয়োজনীয় সাইট মিউট করে রাখতে পারবেন।
Group chat blowing up in the middle of your big presentation? Mute it. #GoogleChrome pic.twitter.com/6LOXpTRTFv
— Google Chrome (@googlechrome) December 3, 2018
৩) কোন ট্যাব কত বেশি খুলেছেন তার একটা হিসাব দেবে গুগল।
Time to book a flight for the holidays. What do you do?
— Google Chrome (@googlechrome) November 28, 2018
৪) কি সার্চ করছেন তার উত্তর পাবেন টাইপের সঙ্গেই।
It’s decorative WHAT season? pic.twitter.com/7Jd0o4HvWR
— Google Chrome (@googlechrome) November 15, 2018
গুগল ওয়েব ব্রাউজার এর সর্বশেষ পুনরাবৃত্তিতে অটো প্লে পলিসিকে নতুন করে সাজিয়েছে সংস্থা। এটি সেই ওয়েবসাইট এবং বিজ্ঞাপনগুলিকে প্রভাবিত করবে যারা নিজের থেকেই শব্দ করা শুরু করে দেয়।
Read the full story in English