scorecardresearch

বড় ধাক্কা, হুয়াওয়ের ‌অ্যান্ড্রয়েড লাইসেন্স কেড়ে নিল গুগল

এই মূহুর্তে হুয়াওয়ে ফোন ইউজারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিশ্চই ভাবছেন আপনার কেনা হুয়াওয়ে ফোনটার কী হবে ?

বড় ধাক্কা, হুয়াওয়ের ‌অ্যান্ড্রয়েড লাইসেন্স কেড়ে নিল গুগল
চার ক্যামেরার ফোন huawei p30 pro

আগামী দিনে গুগল কোনোরকম পরিষেবা দেবে না হুয়াওয়েকে। এই চিনা সংস্থার সমস্ত স্মার্টফোনে যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে তার জন্য আগামী দিনে হার্ডওয়ার, সফটওয়ার এবং টেকনিকাল পরিসেবা দেবে না গুগল। রয়টারে প্রকাশিত সংবাদ অনুযায়ী গুগলের এই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তীকালে আপডেট নেবে না হুয়াওয়ের সমস্ত ফোন।

কেন এমন সিদ্ধান্ত নিল গুগল ?

‘Entity List’এ হুয়াওয়ে স্মার্টফোন কোম্পানির নাম উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার। অর্থাৎ এই চিনা কোম্পানি সরকারের থেকে ব্যবসা করার অনুমোদন পায়নি। যে কারণে চাইনিজ টেলিকম সংস্থা হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করবে না মার্কিন সংস্থা গুগল। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন , মূল কারণ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ।

আরও পড়ুন: ফোনে রাখুন ড্রাইভিং লাইসেন্স

এই মূহুর্তে হুয়াওয়ে ফোন ইউজারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, নিশ্চই ভাবছেন আপনার কেনা হুয়াওয়ে ফোনটার ভবিষ্যৎ কী? মনে করা হচ্ছে হুয়াওয়ের ফোনগুলিতে অ্যান্ড্রয়েড আপাতত কাজ করবে। আনুষ্ঠানিক বিবৃতিতে অ্যান্ড্রয়েড বলেছে, “সাম্প্রতিক মার্কিন সরকারের নির্দেশ মেনে চলার জন্য আমাদের এই পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। Google Play পরিষেবাগুলি সুরক্ষিত রাখতে কিছু আইন মেনে কাজ করতে হবে। অ্যান্ড্রয়েড আশ্বাস দিয়েছে, আপনার হুয়াওয়ে ডিভাইসে গুগলের পরিষেবা যাতে পরবর্তীকালে পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার চেষ্টা করবে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হুয়াওয়ের জন্য বাতিল হয়ে গেলে কোন ওএস চলবে ফোনগুলি তা নিয়ে তৈরি হয়েছে জল্পনাকল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি ওয়েল্ট বলেছিলেন, “আমরা আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করতে চলেছি। গুগল পরিষেবা বন্ধ করে দিলে আমরা দ্বিতীয় পরিকল্পনার জন্য তৈরি। তবে অবশ্যই আমরা গুগল এবং মাইক্রোসফ্টের কাজ করতে পছন্দ করি”।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Google has suspended business with the company and cancelled the android license for the chinese smartphone company