Advertisment

দেশজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে Google, চাকরি হারাচ্ছেন শ’য়ে শ’য়ে ভারতীয়

গুগল ইতিমধ্যেই তার মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
google,google india,Google India Layoff,Google Layoff,Layoff,layoffs,live breaking news headlines,

গুগল ইন্ডিয়া বিভিন্ন বিভাগে ৪৫৩ জন কর্মচারীকে ছাঁটাই করেছে বলে জানা গিয়েছে। কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে গুগল ইন্ডিয়া। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গুগল ইন্ডিয়া ৪৫০-৪৮০ জন কর্মী ছাঁটাই করবে। জানা গিয়েছে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে কর্মরত সফটওয়্যার ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার, ক্লাউড ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করা অনেক কর্মী ছাঁটাই হতে চলেছে।

Advertisment

বিজনেস লাইনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি ইতিমধ্যেই একটি ইমেলের মাধ্যমে কর্মীদের তাদের ছাঁটাই সম্পর্কে জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই মেইলটি পাঠিয়েছেন গুগল ইন্ডিয়ার কান্ট্রি হেড এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা। এর আগে চোখের জলে ১২ হাজার কর্মীকে ‘আলবিদা’,জানিয়েছে গুগল। গতকাল ইউটিউব নীল মোহনকে সিইও পদে নিয়োগ করেছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত।

অর্থনৈতিক মন্দার জের, অ্যামাজন-মাইক্রোসফটের পর তালিকায় Google, ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের বৃহত্তম টেকজায়ান্ট। সম্প্রতি আর্থিক মন্দার জেরে একাধিক সংস্থা তাদের কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। গুগল ইতিমধ্যেই তার মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেডের প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে।

এবার ভারতেও কর্মী ছাঁটাই। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরে কর্মরত সফটওয়্যার ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার, ক্লাউড ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল মার্কেটার হিসাবে কর্মরত প্রায় ৪৫০-৪৮০ জন কর্মী চাকরি হারাতে চলেছেন। গুগল নিজের প্রোডাক্ট, কর্মী ইত্যাদি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করেছে। তারপরেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই সংস্থা। গুগল ছাড়াও অ্যামাজন ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। একই সঙ্গে মেটা ১৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।

ভারত সহ বিশ্বব্যাপী ২০২৩ সালে গড়ে প্রতিদিন ১৬০০ এরও বেশি প্রযুক্তি কর্মী ছাঁটাই করা হচ্ছে বলেই রিপোর্টে প্রকাশ। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জেরেই বাড়ছে ছাঁটাইয়ের ঘটনা। Layoffs.FYI-এর তথ্য অনুসারে হাজারের বেশি কোম্পানি ২০২২ সালে ১৫৪,৩৩৬ জন কর্মীকে ছাঁটাই করেছে। 2022 সালে ব্যাপক ছাঁটাই নতুন বছরেই অব্যাহত রয়েছে।

google Jobless
Advertisment