Advertisment

নতুন অ্যাপ লঞ্চ, যাচাই করা চাকরির সন্ধান দেবে গুগল

প্ল্যাটফর্মে দুই মিলিয়নেরও বেশি যাচাই করা চাকরির সন্ধান রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুগল বুধবার জানিয়েছে তারা চাকরি খোঁজার নতুন অ্যাপ নিয়ে এসেছে।' কর্ম জবস ', এটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ। এই মুহূর্তে চাকরির সন্ধান করছে যাঁরা তাদের জন্য সুবিধা করবে এই অ্যাপ। মূলত ভারতীয়দের চাকরির জন্য এই অ্যাপ নিয়ে এসেছে জায়েন্ট টেক সংস্থা গুগল।

Advertisment

গুগল জানিয়েছে গত বছর গুগল পে মারফত চাকরি সন্ধানীদের জন্য বিভিন্ন সুযোগ হাতের কাছে এনে দিয়েছিল সংস্থা। সেই চাহিদাই পূর্ন করতে এখন ব্যবসা, বাণিজ্য এবং ম্যানেজমেন্ট এর চাকরির সন্ধান থাকবে কর্ম জবস অ্যাপে।

গুগল রিজিওনাল ম্যানেজার এবং অপারেশনস লিড (কর্ম জবস) বিকি রাসেল বলেছেন প্রথমে বাংলাদেশে চালিত হয়েছিল (২০১৮ সালে) এবং পরে কর্ম জবস ব্র্যান্ডের অধীনে ইন্দোনেশিয়ায় চালু হয়েছিল।

গত বছর গুগল পে অ্যাপ্লিকেশনে গুগল ‘জবস অফ স্পট’ ব্র্যান্ডের আওতায় ভারতেও অনুরূপ চাকরির সন্ধান দেওয়া শুরু করেছিল।

জোমাটো এবং ডানজোর মতো সংস্থাগুলি পরিষেবাটি ব্যবহার করে প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা র লোক খুঁজে নিয়েছে। প্ল্যাটফর্মে দুই মিলিয়নেরও বেশি যাচাই করা চাকরির সন্ধান রয়েছে।

google
Advertisment