Advertisment

Google Maps: অভাবনীয় উদ্যোগের প্রশংসা সর্বত্র! ঘরে বসে এক ক্লিকেই বুক করুন মেট্রোর টিকিট

মেট্রোর টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানোর দিন শেষ হতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
24 lakh passengers travelled in underwater metro in 2 months

মেট্রো কার্ড রিচার্জ করতে দীর্ঘ লাইনে আর দাঁড়াতে হবে না।

Google Maps থেকে এবার বুক করুন মেট্রোর টিকিট। AI ফিচার নির্ভুল পথ দেখাবে।

Google Maps নিয়ে এসেছে বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার। এর ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছে Google Maps ইউজাররা। AI এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে রাস্তা দিয়ে আপনার গাড়িটি যেতে চলেছে সেটি কতটা চওড়া। এছাড়াও, শীঘ্রই মেট্রোর টিকিট বুক করার সুবিধা পাওয়া যাবে গুগল ম্যাপ অ্যাপের মাধ্যমে।

Advertisment

Google Maps অনেক ক্ষেত্রে অনেকের কাছেই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। Google Map-র ভুল নির্দেশের কারণে অনেক সময় গাড়ি সরু রাস্তায় ঢুকে আটকে যায়, যেখান থেকে বের হওয়া খুব কঠিন। তবে শীঘ্রই এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন ইউজাররা। এই কাজে আপনাকে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি। Google Maps ভারতের জন্য চালু করেছে বিশেষ AI ফিচার। যার মাধ্যমে আপনি এবার থেকে রাস্তা ও ফ্লাইওভার সম্পর্কে সঠিক তথ্য পাবেন। এছাড়াও, আপনি সরাসরি অ্যাপ থেকেই মেট্রো টিকিট বুক করার সুযোগ পাবেন।

আরও পড়ুন - < BSNL: BSNL-র অবিশ্বাস্য অফার, ফ্রি কলিংয়ের সঙ্গে পান ৩২০ জিবি ডেটা, ধারে কাছে ঘেঁষতে পারবে না jio >

ফ্লাইওভারের জন্যও আপডেট

Google ভারতে ফ্লাইওভারের জন্য মানচিত্রের বৈশিষ্ট্যগুলিও আপডেট করবে, যাতে লোকেরা সঠিক তথ্য পায়। এখন পর্যন্ত Google একটি ফ্লাইওভার বা ব্রিজে ওঠার জন্য ‘টেক এ র‌্যাম্প’ শব্দটি ব্যবহার করে, কিন্তু আপডেটের পর এটি ‘টেক দ্য ফ্লাইওভার’ হিসেবে লেখা হবে। এতে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি থাকবে না।

মেট্রোর টিকিট বুক করা হবে

আপনি শুধুমাত্র Google Maps অ্যাপের মাধ্যমে মেট্রোর টিকিট বুক করতে পারবেন। বিশেষ এই ফিচার কোটি কোটি মানুষকে স্বস্তি দেবে যারা প্রতিদিন মেট্রোতে যাতায়াত করেন। টিকিট বুক করার সুবিধা এখন কোচি এবং চেন্নাইতে শুরু হয়েছে। ধীরে ধীরে গোটা দেশে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে।

Google Maps Tech News
Advertisment