করোনা মোকাবেলায় ৮০০ মিলিয়ন ডলার অর্থাৎ ৬০০০ কোটি টাকার বেশি দানের প্রতিশ্রুতি দিল টেক জায়ান্ট গুগল। যার বেশিরভাগ অংশ গুগল বিনামূল্যে করোনা সতর্কবার্তা মূলক বিজ্ঞাপনের কাজে ব্যয় করতে চায়। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার হাতে গুগল তুলে দিয়েছে ২৫০ মিলিয়ন।
শুক্রবার এক ব্লগ পোস্ট করে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, কোম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাপী সরকারি স্বাস্থ্য সংস্থাগুলোকে ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য সরবরাহের জন্য অনুদান দেবে।
সুন্দর পিচাই জানিয়েছেন, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা ও শিল্পের জন্য ৩৪০ মিলিয়ন দান করা হবে। কোথায় কত টাকা অনুদান দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত জানিয়েছে গুগল।
নোবেল করোনাভাইরাস নিয়ে যারা গবেষণা করছেন তাদের জন্য কুড়ি মিলিয়ন অনুদান দেবে গুগল।
এছাড়া ত্রাণ তহবিল ও ছোট ব্যবসায়ীদের সহায়তায় ২ মিলিয়ন অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন সুন্দর পিচাই।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত হাসপাতাল জুড়ে প্রতিরক্ষামূলক মুখোশগুলির মারাত্মক ঘাটতি রয়েছে। ইতিমধ্যে গুগল মাস্ক ও গ্লাভস সরবরাহকারী সংস্থা কে দুই থেকে তিন মিলিয়ন মাস্ক ও গ্লাভস উৎপাদন করার অর্ডার দিয়েছে।