অ্যাপেলের নচ ডিজাইনকে নকল করতে ছাড়ল না গুগলও। ফোন লঞ্চের আগে ফাঁস হল Google Pixel 3 ফোনের স্পেসিফিকেশন। ফোনটিতে নতুন অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেম থাকতে পারে বলে আশা করা হচ্ছে। গ্যাজেট ওয়ার্ল্ডে প্রথম সদস্য যা চালিত হবে নতুন অপারেটিং সিস্টেমে। এই ফোনটিতে যে ধরনের অ্যাপ ব্যবহার হবে তার সবটাই গুগল প্রদান করবে।
ফ্ল্যাগশিপ ফোনের তালিকায় গুগল নিয়ে আসছে তাদের প্রথম ফোন। অবশ্যই সাধ্যের দামে যে হবে না তার আন্দাজ করাই গেছে ইতিমধ্যে। তথ্য ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছে স্পেসিপিকেশন ঘিরে গুজবের। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে থাকতে পারে ওয়ারলেস চার্জার। ফোনের যে ভিডিওটি ইন্টারনেটে ঘুরপাক খাচ্ছে, সেটা যদি সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলে ফোনটিত থাকবে গ্লাস ব্যাক ডিজাইন। আগে সিরিজ গুলোতে অর্ধেকাংশ ছিল মেটালের এবং নিচের অংশটি গ্লাসের।
অন্যদিকে বিশেষজ্ঞদের মতে চাহিদায় ক্যামেরা ফোন থাকলে কিনতেই পারেন The Google’s Pixel 2 XL। সরু মার্জিনের বেজেল রয়েছে ফোনটিতে। যারা অ্যান্ড্রয়েড ফোন পছন্দ করেন এবং উন্নতমানের ক্যামেরার প্রয়োজন তাঁদের জন্য সেরা অপশন হিসাবে রয়েছে The Pixel 2 এবং Pixel 2 XL। পেটিএম দিয়ে কিনলে ছাড় পেতে পারেন। তখন দাম হবে ৫৪,৯৯০ টাকা। এছাড়া অ্যামাজনে ফোনটির দাম ৬২,০০০ টাকা।
রিটেল বক্স দেখে এই মূহুর্তে আন্দাজ করা হচ্ছে USB-C পিক্সেল Buds ও হেডফোন ডংগেল দেওয়া হবে ফোনটির সঙ্গে। ২৯৬০ ১৪৪০ QHD+ রেজলিউশনের স্ক্রিন থাকবে Google Pixel 3 ফোনটিতে। সেলফি তোলার জন্য ফোনটিতে থাকতে পারে ডুয়াল ফ্রন্ট ক্য়ামেরা।