ক্যামেরাই ফোনটির ইউএসপি। স্যামসাং নোকিয়া বা শাওমি নয়। গগুলের অ্যান্ড্রয়েড ফোন Pixel 3। কয়েকদিন আগে ভারতের বাজারে ল়ঞ্চ হয়েছে ফোনটি। Pixel 3 ফোনটি গত বছরের Pixel 2-এর থেকে খুব একটা আপগ্রেড করে নি। কিন্তু Google জোর দিয়ে বলেছে যে Pixel 3 ফোনটিতে এবার কেবল হার্ডওয়্যার বা লুকের দিকে নজর দেওয়া হয়নি। তার পরিবর্তে আরও নতুন ফিচার নিয়ে এসেছে ইউজারদের জন্য। ফিচারগত দিক দিয়ে ক্যামেরার মান বাড়িয়েছে গুগল।
Google Pixel 3 specifications: ৫.৫ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে (২১৬০ x ১০৮০) ১৮: ৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস ৫। এইচডিআর সাপোর্ট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, অ্যাড্রেইন ৬৩০ জিপিইউ। পিক্সেল ভিজ্যুয়াল কোর। ৪ জিবি র্যাম, ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ১২ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল পিক্সেল রিয়ার ক্যামেরা, f / ১.৮ অ্যাপারচার; অপটিক্যাল + ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। ৮ মেগাপিক্সেলর ডুয়াল ক্যামেরা (ওয়াইড অ্যাঙ্গেল)। IP68 জল এবং ধুলো প্রতিরোধী। ২,৯১৫ এমএএইচ ব্যাটারী। ওয়্যারলেস চার্জিং। অ্যান্ড্রয়েড ৯.০ পাই ভার্সন। ডুয়াল ফ্রন্ট-ফায়ারিং স্পিকার।
Google Pixel 3 price in India: ৭১,০০০ টাকা
Google Pixel 3 review: Camera
এই মূহুর্তে স্মার্টফোনে ক্যামেরার রাজা Google Pixel 3। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। Google Pixel 3 একটি F / ১.৮ অ্যাপারচারের যে ১২.২ মেগাপিক্সেলের একক ক্যামেরা লেন্স আছে। মেগাপিক্সেলের গণনাটি অপরিবর্তিত থাকলেও, এই ফোনের পিক্সেলগুলি এখন ১.৪ মাইক্রনে বড়। সহজভাবে বললে, এর মানে হল বেশি আলো সংগ্রহ করতে পারে, বিশেষত কম আলোতেও ভালো ছবি তোলা যাবে।
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 camera sample
Google Pixel 3 এর (৫.১-ইঞ্চি ৫.৫-ইঞ্চি) এর তুলনায় সামান্য বড় ডিসপ্লে রয়েছে তবে এখনও ২১৬০ x ১০৮০ রেজোলিউশনে প্যাক রয়েছে। বেজেল-একেবারেই নেই এমনটা নয়। OLED প্যানেলের জন্য আরও বেশি উজ্জ্বল। তবে ব্যাটারীর ব্যাকআপ আপনাকে হতাশ করতে পারে। ২৯১৫ এমএইচের ব্যাটারী লাইফ খুব বেশি থাকবে না।