লঞ্চের আগেই ফাঁস Google Pixel 7 সিরিজ ফোনের ফিচার

Google Pixel 7 সিরিজের ফোনে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হবে স্যামসাং কোম্পানির মোডেম।

Google Pixel 7 সিরিজের ফোনে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হবে স্যামসাং কোম্পানির মোডেম।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

Google Pixel 7 সিরিজের ফোনে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হবে স্যামসাং কোম্পানির মোডেম।

চলতি বছরই লঞ্চ হতে চলেছে Google Pixel 7 সিরিজের ফোন। গুজব অনুসারে খবর নির্ধারিত সময় থেকে কিছুটা আগেই লঞ্চ হতে চলেছে এই ফোন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী Google Pixel 7 সিরিজের ফোনের কয়েকটি ফিচার সম্পর্কেও জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী Google Pixel 7 এবং Google Pixel 7 Pro ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

Advertisment

গুগলের পরবর্তী পিক্সেল ফ্ল্যাগশিপ Google Pixel 7 সিরিজের ফোনে থাকতে পারে নেক্সট জেন টেনসর চিপসেট। এছাড়াও Google Pixel 7 সিরিজের ফোনে থাকতে পারে স্যামসাং কোম্পানির মোডেম। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে গুগলের পরবর্তী পিক্সেল ফ্ল্যাগশিপ Google Pixel 7 সিরিজের ফোনে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হবে স্যামসাং কোম্পানির মোডেম। গুগলের পরবর্তী পিক্সেল ফ্ল্যাগশিপ Google Pixel 7 সিরিজের ফোনের কোডনেম রাখা হয়েছে 'চিতা' এবং 'প্যান্থার'। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, গুগলের পরবর্তী পিক্সেল ফ্ল্যাগশিপ Google Pixel 7 সিরিজের ফোনে থাকতে পারে আধুনিক ও উন্নতমানের ক্যামেরা। Google Pixel 7 সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে আপগ্রেড ভার্সনের ক্যামেরা।

গুগলের পরবর্তী পিক্সেল ফ্ল্যাগশিপ Google Pixel 7 সিরিজের ফোনে থাকতে পারে পিক্সেল 6A ডিভাইস, টেনসর চিপসেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন এসওসি। সূত্র মারফত Google Pixel 7 সিরিজের ফোনের এই ফিচার সম্পর্কে জানা গেলেও মনে করা হচ্ছে, Google Pixel 7 সিরিজের ফোনে ব্যবহার করা হতে পারে আধুনিক ডিভাইস এবং উন্নতমানের টেকনোলজি। এখন শুধু কয়েকটি মাসের অপেক্ষা। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই বছরেই লঞ্চ করা হবে Google Pixel 7 সিরিজের ফোন। সেই সময়ই বোঝা যাবে Google Pixel 7 সিরিজের ফোনে কী কী ফিচার ব্যবহার করা হয়েছে। কয়েকদিন আগেই Google Pixel সিরিজ 6 লঞ্চ করা হয়েছে। তাতে অবশ্য বেশ কিছু সমস্যা সামনে এসেছে। এখন Google Pixel 7 সিরিজের প্রতিক্রিয়া ইউজারদের মধ্যে কেমন তা লঞ্চের পরই বোঝা যাবে।

Pixel 7 series