Google pixel 8 Price Drop: ২২ হাজারেই পান ৮৩ হাজারের গুগলের প্রিমিয়াম স্মার্টফোন, হোলির আগে বাম্পার অফার

Google pixel 8 Price Drop: ৮৩০০০ টাকা দামের স্মার্টফোন এখন মাত্র ২২ হাজারেই, হোলির আগেই অফারে বিরাট চমক। যদি আপনি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা সহ একটি স্মার্টফোন কিনতে চান হোলির আগে তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Google Pixel 8

২২ হাজারেই পান ৮৩ হাজারের গুগলের প্রিমিয়াম স্মার্টফোন, হোলির আগে বাম্পার অফার

Google pixel 8 : ৮৩০০০ টাকা দামের স্মার্টফোন এখন মাত্র ২২ হাজারেই, হোলির আগেই অফারে বিরাট চমক।  
যদি আপনি ফটোগ্রাফির জন্য দুর্দান্ত ক্যামেরা সহ একটি স্মার্টফোন কিনতে চান হোলির আগে তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত অফার। ফ্লিপকার্ট এখন গুগল পিক্সেল ৮ মডেলে দিচ্ছে বড়সড় ছাড়।  

Advertisment

আপনি যদি ফটোগ্রাফি ভালোবাসেন এবং একটি দুর্দান্ত স্মার্টফোনে কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। বর্তমানে বাজারে হাজার হাজার স্মার্টফোনের বিকল্প রয়েছে। কিন্তু, যখন ক্যামেরার কথা সামনে আসে তখনই গুগল পিক্সেল স্মার্টফোনের নাম থাকে শীর্ষে । সাধারণ অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় এই ফোনগুলি বেশ দামি, কিন্তু হোলির আগে আপনি নামমাত্র দামে পেয়ে যান গুগল পিক্সেল ৮। Google Pixel 8 মডেলে আপনি পেয়ে যান ৩০হাজার টাকারও বেশি ছাড় ।

গুগলের প্রিমিয়াম ফোনে ফ্লিপকার্ট এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড় দিয়েছে। ২৫৬ জিবি গুগল পিক্সেল ৮-এ আপনি এখন ৩৩,০০০ টাকারও বেশি সাশ্রয় করতে পারবেন। আপনাকে বলি যে এই স্মার্টফোনটির আসল দাম ৮৩০০০ টাকা। তবে, হোলির আগে ফ্লিপকার্ট এই স্মার্টফোনের উপর দিচ্ছে ৩৯% ছাড়। এই অফারের মাধ্যমে আপনি এই দুর্দান্ত স্মার্টফোনটি মাত্র ৪৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। 

এই পাসওয়ার্ডেই লুকিয়ে বিপদ, সামনে এল ভয়ঙ্কর তথ্য, এখনই বদলান UPI-এর গোপন পিন

Advertisment

ফ্লিপকার্টে উপলব্ধ এক্সচেঞ্জ অফারের কথা বলতে গেলে, Flipkart-এ, আপনি Google Pixel 8 কেনার সময় আপনার পুরানো স্মার্টফোনটিতে পেয়ে যান  ২৭,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু।যদি আপনি এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ মূল্য পান, তাহলে আপনি  গুগলের প্রিমিয়াম ফোনটি মাত্র ২২,৭৯৯ টাকায় কিনতে পারবেন।

Google Pixel 8 মডেলে রয়েছে ৬.২ ইঞ্চির OLED ডিসপ্লে। যার  রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ২০০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪-তে রান করে । পারফর্মেন্সের জন্য এতে রয়েছে গুগল টেনসর জি৩ চিপসেট। এর সাথে, রয়েছে  8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ । ফটোগ্রাফির জন্য, গুগল পিক্সেল ৮-এ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মধ্যে ৫০ + ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১০.৫ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, কোম্পানি এই মডেলে দিয়েছে 4575mAh ব্যাটারি।

5G smartPhone