অবশেষে গুগল প্লে স্টোরে ফিরে এল পেটিএম। গ্য়াম্বলিং সংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে কয়েক ঘণ্টার জন্য় প্লে স্টোর থেকে সরানো হয় পেটিএমকে।
এদিন টুইটারে পেটিঅএমের তরফে জানানো হয়, ''এবং আমরা ফিরলাম''।
এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, ''অ্য়াপ রিস্টোর করতে গুগলের সঙ্গের কাজ চালাচ্ছি। আমাদের সকল গ্রাহকদের নিশ্চিত করতে চাই যে তাঁধের ব্য়ালান্স এবং সংযুক্ত অ্য়াকাউন্ট ১০০ শতাংশ সুরক্ষিত রয়েছে। আমাদের পরিষেবা পুরোদমে চলছে। আপনারা আগের মতোই পেটিএম ব্য়বহার করতে পারবেন''।
এর আগে, পেটিএম সরলেও ডাউনলোড উপলব্ধ ছিল পেইটিএম ফর বিজনেস, পেটিএম মল, পেটিএম মানি এবং আরও কয়েকটি অ্যাপ্লিকেশন । পেটিএম কোনও মন্তব্য করতে অস্বীকার করে এবং বলেছে যে বিষয়টি তদন্তের পরে সংস্থাটি একটি বিবৃতি জারি করবে। অ্যাপল অ্যাপ্লিকেশন স্টোরটিতে ডাউনলোডের জন্য উপলব্ধ।
গুগল বিশেষভাবে ভারতে কয়েক মিলিয়ন ব্যবহারকারীদের দ্বারা ডাউনলোড করা অ্যাপটি মুছে ফেলার কারণ প্রকাশ করেনি তবে আজ পোস্ট করা একটি ব্লগে গুগল জানিয়েছে জুয়া খেলছে পে টিএম।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন