Advertisment

চলতি বছরে গুগলে দেদার চলেছে চাকরির খোঁজ

২০০৪ থেকে ২০১৮ সালের গুগল সার্চের গ্রাফে দেখা গেছে, নিকটবর্তী এলাকায় চাকরির খোঁজের প্রবণতা ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুগলে সার্চে চাকরির খোঁজ সবচেয়ে বেশি করা হয়েছে ভারতবর্ষে। এমনটাই সম্প্রতি এক বিবৃতিতে প্রকাশ করেছে গুগল, তার বার্ষিক সার্চের তালিকায়। ২০১৮ সালের সর্বাধিক সার্চের তালিকায় 'নিয়ার মি' বিভাগে প্রথম সারিতেই জায়গা করে নিয়েছে 'চাকরির খোঁজ'।

Advertisment

২০০৪ থেকে ২০১৮ সালের গুগল সার্চের গ্রাফে দেখা গেছে, নিকটবর্তী এলাকায় চাকরির খোঁজের প্রবণতা ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এর আগে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। কিন্তু গত তিন বছরে প্রত্য়েক বছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ এই সার্চের হার বৃদ্ধি পেয়েছে তার পরের বছর।

গুগলের প্রকাশিত গ্রাফে ১০০ গুরুত্ব সর্বোচ্চ, গ্রাফে ৫০ স্কোর মানে অর্ধেক জনপ্রিয়। শূন্য স্কোর মানে পর্যাপ্ত ডেটা ছিল না।

publive-image ২০১৮ সালে গ্রাফে ১০০ ছুঁয়েছে নিকটবর্তী স্থানে চাকরি খোঁজের প্রবণতা

মূলত মহারাষ্ট্রের থাণে, নভি মুম্বই, উত্তরপ্রদেশে ফরিদাবাদ, গাজিয়াবাদ, অন্ধ্রপ্রদেশে বিশাখাপাতনম, কর্ণাটকে বেঙ্গলুরু, তেলেঙ্গানাতে হায়দরাবাদ এবং গুড়গাঁওতে নিকটবর্তী স্থানে চাকরির খোঁজ চলে বেশি। “নিয়ার মি” বিভাগে এরপরেই মাথা গলিয়েছে মোবাইল স্টোর, মার্কেট, এবং গ্যাস স্টেশন অর্থাৎ পেট্রোল পাম্প। ২০১৮ সালেই গুগল তার প্ল্যাটফর্ম নিয়ে এসেছে চাকরি খোঁজার সহজ কিছু ফিচার। সার্চ করলে সারিবদ্ধভাবে দেখানো হয় চাকরির তালিকা।

Read the full story in English

google assistant google
Advertisment