Advertisment

জিমেল-ইউটিউব-সহ বিশ্বজুড়ে বিপর্যস্ত Google পরিষেবা

জিমেল, ইউটিউবের মতো জনপ্রিয় গুগল পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্য়ায় পড়েছেন অনেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আচমকাই বিভ্রাট! ইউটিউব(Youtube), জিমেল(Gmail)-সহ বিশ্বজুড়ে ব্য়াহত হল গুগলের (Google) বিভিন্ন পরিষেবা। এ ইস্য়ু নিয়ে টুইটারে সরব হন অনেক ব্য়বহারকারী। আচমকা গুগল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ায় রীতিমতো হইচই পড়ে যায় নেট দুনিয়ায়।

Advertisment

এই বিভ্রাটের ফলে চরম সমস্য়ায় পড়েছেন বহু ইউজার। জিমেল, ইউটিউবের মতো জনপ্রিয় গুগল পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্য়ায় পড়েছেন অনেকে।

দেখুন টুইটারে কে কী বললেন এ নিয়ে,

আরও পড়ুন: আগামী বছরেই দেশবাসীকে 5G পরিষেবা দেবে Jio, ঘোষণা মুকেশ আম্বানির

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

google
Advertisment