/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/Google4India.jpg)
গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই সোমবার গুগলে ভারতের জন্য দশ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছেন। সোমবার গুগল তার ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠানে করে। এই প্রথমবার কোভিড -১৯ এর কারণে ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করা হয়েছে। সেখানেই সুন্দর পিচাই ভারতে মোটা অঙ্কের বিনিয়োগের বার্তা দেন। গুগলের মতে, এই ইভেন্টটির লক্ষ্য "ভারত যখন একটি নতুন ডিজিটাল ভবিষ্যতের দিকে যাচ্ছে, তখন তার হাতে সুযোগ দেওয়া উচিত।"
এদিন সুন্দর পিচাই জানান, আজ গুগল ভারতের জন্য বরাদ্দ তহবিল ঘোষণা করেছে। পরবর্তী পাঁচ থেকে সাত বছরের জন্য ভারতে ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ হবে এবং ডিজিটাল ভারতের জন্য একটি পরিকাঠামো গড়ে তোলা হবে।
সিবিএসইর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে গুগল। ২০২০ সালের মধ্যে গুগল G-Suite, গুগল ক্লাসরুম, ইউটিউব ইত্যাদির মতো ফ্রি সরঞ্জাম ব্যবহার করে "অনলাইনে শিক্ষার সঙ্গে শ্রেণিকক্ষের পদ্ধতির সমন্বয় করতে" সারা ভারতের কয়েক লক্ষ্য শিক্ষক এবং ২২,০০০ স্কুলগুলির সঙ্গে জোট বাঁধবে।
অন্যদিকে ভারতে ১.৬ মিলিয়ান জনের চাকরির সুবিধা করবে গুগল।
>
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন