Advertisment

গুগলের জন্মদিন পালনে ডুডল

বয়স এবার ২০ পার। প্রত্যেকদিনই কারোর না কারোর জন্মদিন পালন করে থাকে গুগল। আজ নিজের জন্মদিনেই রঙবে রঙের বেলুন দিয়ে সেজেছে গুগল ডুডল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সর্বজ্ঞান সম্পন্ন গুগলের আজ জন্মদিন।

সব কিছুর খবর আছে গুগলের কাছে। কিছু অজানা মনে হলেই গুগল সার্চে অভস্ত আমরা। ভুল বাক্য হোক বা বানান সব কিছুই সঠিকভাবেই বোধগম্য হয়ে যায় গুগলের। এখনতো আবার কথা শুনেও কাজ করতে সক্ষম গুগল। এই সর্বজ্ঞান সম্পন্ন গুগলের আজ জন্মদিন। বয়স এবার ২০ পার। প্রত্যেকদিনই কারোর না কারোর জন্মদিন পালন করে থাকে গুগল। আজ নিজের জন্মদিনেই রঙবে রঙের বেলুন দিয়ে সেজেছে গুগল ডুডল। গত কুড়ি বছরের লম্বা দৌড়ে অনেক বদলও ঘটেছে তার।

Advertisment

৯৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখিয়েছে যে আমাদের সব প্রশ্নই সে যে ভাষাতেই হোক না কেন গুগলকে জিজ্ঞাসা করে থাকি।

গুগল ভিডিও মাধ্যমে জানায় যে ২০০৬ সালে জনপ্রিয় প্রশ্ন ছিল ‘প্লুটো এখনও কি একটি গ্রহ?" ২০১১ সালে ছিল "রয়্যাল ওয়েডিং" এবং "কিভাবে আপনি উচ্চারণ করা হয় gif ' এর অনুসন্ধান ছিল ২০১৩ সালে সবচেয়ে বেশি। ১৯০ টির ও বেশি ভাষা জানা আছে গুগলের।

১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সের্গেই ব্রিনের হাত ধরে গুগলের যাত্রা শুরু। ২০১৬ সালে, কোম্পানীটি আলফাবাট, প্যারেন্ট সংগঠন, যা বোর্ড এবং সদস্য হিসাবে পৃষ্ঠা এবং ব্রিনের অংশ ছিল। গুগলের বর্তমান অপারেশনগুলি স্মার্টফোনের, মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, অনলাইন শপিং, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা।

গুগলের বর্তমান পদক্ষেপ হল স্মার্টফোনের মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, অনলাইন শপিং, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো।

google doodle google
Advertisment