/indian-express-bangla/media/media_files/2025/01/31/jx0cdwtjOaj4rEoBR7Pv.jpg)
ডিপসিক, চ্যাটজিপিটির সঙ্গে এবার হবে সরাসরি প্রতিযোগিতা Photograph: (ফাইল চিত্র)
Indian AI model: ডিপসিক, চ্যাটজিপিটির সঙ্গে এবার হবে সরাসরি প্রতিযোগিতা। মোদী সরকারের বড় প্রস্তুতি, দেশি এআই মডেল চালুর লক্ষ্যে বড় পদক্ষেপ।
বিশ্বজুড়ে এখন AI এর দাপট। এখন ভারতও কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে দ্রুত এগিয়ে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করেছেন যে ভারতের তৈরি AI মডেল আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসতে চলেছে, যেটি DeepSeek এবং ChatGPT-এর মতো AI মডেলগুলিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
আজকাল সারা বিশ্বে কৃত্রিম প্রযুক্তি নিয়ে আলোচনা চলছে। মার্কিন টেক কোম্পানি OpenAI-এর ChatGPT থেকে শুরু করে সম্প্রতি চালু হওয়া চিনা কোম্পানি DeepSeek-এর DeepSeek R1 AI চ্যাটবট মডেল, প্রতিটি AI মডেলই ট্রেন্ডিং। AI-এর ক্রমবর্ধমান চাহিদার কথা বুঝে এখন ভারতও নিজস্ব নিরাপদ এবং সুরক্ষিত AI মডেল প্রস্তুত করতে চলেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় রেল, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আমরা আমাদের নিজস্ব এলএলএম তৈরি করব, যা ইন্ডিয়াএআই মিশনের ১০,৩৭০ কোটি টাকার প্রকল্পের অংশ।
৩২০ কিলোমিটারের অনবদ্য রেঞ্জ! ওলার নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আলোড়ণ ফেলেছে
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে বিরাট প্রস্তুতি। মোদী সরকার ডিপসিক এবং চ্যাটজিপিটির মতো এআই প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রতিযোগিতার জন্য সরাসরি প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য দিয়েছেন। ভারত এআই মিশনের অধীনে আগামী কয়েক মাসের মধ্যে দেশীয় এআই মডেলটি চালু করা হবে। সম্প্রতি, চিনা এআই মডেল ডিপসিক আর১ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ওপেনএআই, গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট চিনা এআই মডেল নিয়ে চিন্তিত।
#WATCH | Union Minister Ashwini Vaishnaw says, "Our Prime Minister's economic thinking is very inclusive... The India AI mission has been going on as per the spirit of India, and it was approved by the Prime Minister in March 2024 in a very short time frame starting August 2024,… pic.twitter.com/uRTqxQ7pT2
— ANI (@ANI) January 30, 2025
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারত নিজস্ব এলএলএম মডেল তৈরি করছে। এর জন্য, দেশে ১৮ হাজার উচ্চমানের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) এর একটি সুবিধা প্রস্তুত করা হয়েছে। চিনে চালু হওয়া ডিপসিক এআই-তে ২০০০ জিপিইউ রয়েছে, যেখানে চ্যাটজিপিটিতে রয়েছে ২৫,০০০ জিপিইউতে। ভারত এখন ১৮ হাজারেরও বেশি জিপিইউ তাদের এআই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মডেলটি আগামী ১০ মাসের মধ্যে প্রস্তুত করা হবে।