Replace old AC with new 5-star models: পুরনো এসি বদলে নতুন এসি কিনলেই মিলবে ছাড়! বিদ্যুৎ খরচ কমাতে কেন্দ্রের বিরাট উদ্যোগ
গ্রীষ্মের দাবদাহে বিদ্যুৎ খরচ যখন আকাশছোঁয়া, তখন সাধারণ মানুষের জন্য রয়েছে বিরাট স্বস্তির খবর। বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় পুরনো, কম স্টার রেটিংযুক্ত এয়ার কন্ডিশনার বদলে ৫-স্টার রেটিংযুক্ত নতুন এসি কেনার ক্ষেত্রে মিলবে বিশেষ ছাড়।
দেশজুড়ে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রেকর্ড হারে বেড়েছে এসির ব্যবহার। ২০২১-২২ অর্থবর্ষে যেখানে বিক্রি হয়েছিল ৮৪ লক্ষ এসি ইউনিট, সেখানে ২০২৩-২৪ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১.১ কোটি ইউনিটে। সরকারি তথ্য বলছে, বর্তমানে দেশে মোট বিদ্যুতের প্রায় ২৫ শতাংশ খরচ হচ্ছে শুধুমাত্র শীতলীকরণের জন্য, যার বড় অংশ জুড়ে আছে এয়ার কন্ডিশনার।
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ভারতীয় বাড়িতে ব্যবহৃত এসির রেটিং তিন স্টারের কম, ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই বাড়ছে। শক্তি দক্ষতা ব্যুরো (BEE) জানিয়েছে, একজন ব্যবহারকারী যদি তার পুরনো এসি পরিবর্তন করে নতুন ৫-তারকা এসি কেনেন, তাহলে বছরে প্রায় ৬,৩০০টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।
কী থাকছে নতুন প্রকল্পে?
বিজনেস স্ট্যান্ডার্ড-এর একটি প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এমন একটি প্রকল্প চালু করতে চলেছে যার আওতায়—
পুরনো এসি বদলে মিলবে ছাড়: নতুন ৫-স্টার এসি কেনার সময় পুরনো এসি এক্সচেঞ্জে মিলবে তাৎক্ষণিক ছাড়।
বিদ্যুৎ বিলে ছাড়: বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কেন্দ্র আপগ্রেড যারা করছেন তাদের বিদ্যুৎ বিলে থাকতে পারে বিশেষ ছাড়ের ব্যবস্থাও।
এর পাশাপাশি গ্রাহকরা তাদের পুরনো এসি কোনো সার্টিফাইড রিসাইক্লারকে দিলে একটি সার্টিফিকেট পাবেন, যেটি নতুন এসি কেনার সময় কাজে লাগবে।
বড় কোম্পানির সঙ্গে আলোচনা
এই প্রকল্প কার্যকর করতে সরকার ইতিমধ্যেই ভোল্টাস, ব্লু স্টার, এলজি, স্যামসাং, লয়েড-সহ একাধিক বড় এসি কোম্পানির আলোচনা শুরু করেছে।
দিল্লির উদাহরণ
দিল্লির বিদ্যুৎ বিতরণ সংস্থা BSES ইতিমধ্যেই এমন একটি স্কিম চালু করেছে। সেখানে গ্রাহকরা তাদের পুরনো (৩-তারকা পর্যন্ত) এসি বদলে ৫-তারকা বা ইনভার্টার এসি কিনলে ৬০% পর্যন্ত ছাড় পাচ্ছেন।
BEE তারকা রেটিং কী?
BEE (Bureau of Energy Efficiency) যেকোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের শক্তি সাশ্রয়ের দক্ষতা অনুযায়ী ১ থেকে ৫ স্টার রেটিং প্রদান করে । যেখানে ৫-স্টার মানে সর্বোচ্চ শক্তি সাশ্রয়।
এই প্রকল্পটি যদি কার্যকর হয়, তাহলে একদিকে যেমন বিদ্যুৎ বিল হ্রাস পাবে, অন্যদিকে পাওয়ার গ্রিডের উপর চাপও অনেকটাই কমবে। তাই এই গ্রীষ্মে যদি আপনার বাড়ির পুরনো এসি বদলানোর কথা ভাবেন, তবে এটি হতে পারে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ।