Advertisment

Electric Scooter: সেরা লুক, নজরকাড়া ফিচার, ২৫ পয়সা প্রতি কিলোমিটার মসৃন জার্নি, এখুনি পড়ুন টাটকা খবর

সম্প্রতি ই-স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে জিটি ফোর্স ইলেকট্রিক স্কুটার। আর দাম তাও মধ্যবিত্তের নাগালেই।

author-image
IE Bangla Tech Desk
New Update
GT Force, Electric Scooter, new electric scooter, EV, GT Vegas,GT Ryd Plus,GT One Plus Pro,GT Drive Pro,GT Force,GT Vegas specs,GT Vegas price,GT Vegas range,GT Ryd Plus specs,GT Ryd Plus price,GT Ryd Plus range,GT One Plus Pro specs,GT One Plus Pro price,GT One Plus Pro range

সম্প্রতি ই-স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে জিটি ফোর্স ইলেকট্রিক স্কুটার। আর দাম তাও মধ্যবিত্তের নাগালেই। মাত্র ৫৫ হাজারেই পাবেন আপনার পছন্দের এই ই-স্কুটার।

Electric Scooter Under 60,000 :বর্তমানে দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতারা ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকেছেন। আর বাজারের চাহিদার কথা মাথায় রেখে একাধিক সংস্থা তাদের লোভনীয় ডিজাইনের ই-স্কুটার নিয়ে বাজারে হাজির হয়েছে। আপনার প্রয়োজন অনুযায়ী বাজারে অনেক ধরনের দামী এবং সস্তা ইলেকট্রিক স্কুটার রয়েছে। সম্প্রতি ই-স্কুটারের জগতে আলোড়ণ ফেলেছে জিটি ফোর্স ইলেকট্রিক স্কুটার। আর দাম তাও মধ্যবিত্তের নাগালেই। মাত্র ৫৫ হাজারেই পাবেন আপনার পছন্দের এই ই-স্কুটার।

Advertisment

বাজারে লঞ্চ হল ৫৫ হাজার ইলেকট্রিক স্কুটার। আপনি যদি নতুন একটি ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদন আপনারই জন্য।

ই-স্কুটার কিনতে চান, কিন্তু বাজেট কম? চিন্তা কীসের GT Force বাজারে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারগুলির দাম আপনার বাজেটের মধ্যেই সেই সঙ্গে পাবেন নানান আকর্ষণীয় ফিচার।

ইলেকট্রিক গাড়ি কোম্পানি জিটি ফোর্স বাজারে তাদের নতুন রেঞ্জের স্কুটার লঞ্চ করেছে। নতুন হাই এবং লো-স্পিড স্কুটার রেঞ্জে অনেক দুর্দান্ত বৈশিষ্ট্য পাওয়া যাবে। বিভিন্ন মডেলের দাম আলাদা। এখানে জেনে নিন কোন মডেলের দাম কত এবং এতে কী কী ফিচার পাচ্ছেন। কোম্পানি চারটি নতুন মডেল লঞ্চ করেছে, এই স্কুটারগুলি মূলত তরুণদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। নতুন মডেলের মধ্যে রয়েছে GT Vegas, GT Ryd Plus, GT Oneplus Pro এবং GT Drive Pro

আরও পড়ুন - < Scooters under 80000: দামে ফিট, মাইলেজে সুপারহিট, সেরা ৫ স্কুটার, পারফরম্যান্স অবাক করবে! >

জিটি ভেগাস: মূল্য এবং ফিচার
জিটি ভেগাস একটি কম গতির বৈদ্যুতিক স্কুটার। এই স্কুটারে আপনি পাচ্ছেন 1.5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। আপনি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে এটিকে সম্পূর্ণরূপে চার্জ করতে পারেন। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জে 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি ১৫০ কেজি লোড বইতে সক্ষম। এর দাম মাত্র ৫৫,৫৫৫ টাকা।

জিটি Ryd প্লাস: মূল্য এবং ফিচার
GT Ride Plus মডেলে রয়েছে 2.2 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। এই স্কুটারটি ফুল চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই স্কুটারের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এর লোড ক্ষমতা ১৬০ কেজি পর্যন্ত। এর দাম ৬৫,৫৫৫ টাকা।

জিটি ওয়ান প্লাস প্রো
GT Force তাদের হাইস্পিড রেঞ্জের ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করেছে। GT One Plus Pro ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। সম্পূর্ণ চার্জে স্কুটারটি চলবে ১১০ কিলোমিটার। এই স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় নেয়। এর দাম ৭৬,৫৫৫টাকা।

জিটি ড্রাইভ প্রো মূল্য এবং ফিচার
হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার জিটি ড্রাইভ প্রোতে, আপনি একটি 2.5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি পাচ্ছেন। এর লোড ক্ষমতা ১৮০ কেজি, আপনি এটি ৮৪,৫৫৫ টাকায় পাচ্ছেন। এই স্কুটারটি ৭০ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতি এবং ১১০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Tech News Auto Mobile E Scooter
Advertisment