Haier AI AC: রয়েছে এআই ক্লাইমেট কন্ট্রোল, রিয়েল টাইম বিদ্যুৎ ট্র্যাকার, ঝড় তুলল নতুন প্রজন্মের এই এসি

Haier AI AC: হায়ার ইন্ডিয়া তাদের নতুন এআই ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এটিই ভারতের প্রথম এসি যেটি সম্পূর্ণ এআই দ্বারা নিয়ন্ত্রিত।

Haier AI AC: হায়ার ইন্ডিয়া তাদের নতুন এআই ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এটিই ভারতের প্রথম এসি যেটি সম্পূর্ণ এআই দ্বারা নিয়ন্ত্রিত।

author-image
IE Bangla Tech Desk
New Update
Haier AI AC:

রয়েছে এআই ক্লাইমেট কন্ট্রোল, রিয়েল টাইম বিদ্যুৎ ট্র্যাকার, ঝড় তুলল নতুন প্রজন্মের এই এসি

Haier AI AC: নতুন প্রজন্মের এয়ার কন্ডিশনার বাজারে আনলো হায়ার। রয়েছে বিশেষ এআই ফিচার। 

Advertisment

হায়ার ইন্ডিয়া তাদের নতুন এআই ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনার লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এটিই  ভারতের প্রথম এসি যেটি সম্পূর্ণ এআই দ্বারা নিয়ন্ত্রিত।  শক্তি-সাশ্রয়ী, পাশাপাশি দারুণ শীতলকরণ প্রদান করবে নতুন এই এসি দাবি সংস্থার। 

আজকের যুগে, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর এবং অন্যান্য গৃহস্থালীর গ্যাজেটে AI প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষ এখন এমন স্মার্ট ডিভাইস চাইছেন। যেটি কাজে দারুণ আবার বিদ্যুৎ সাশ্রয়ী। 

হায়ারের এআই এসিতে অনেক অত্যাধুনিক ফিচার্সে সজ্জিত। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীর শীতলকরণের অভ্যাস বুঝে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা সেট করে। রাতে ঠান্ডা বাতাসের প্রয়োজন হোক বা দিনের বেলায় কম ঠান্ডা বাতাস, এটি কোনও ম্যানুয়াল সেটিং ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা সামঞ্জস্য করতে সক্ষম।

Advertisment

এই আধুনিক এসিতে রয়েছে অন্তর্নির্মিত বিদ্যুৎ পর্যবেক্ষণ ব্যবস্থা। যার সাহায্যে ব্যবহারকারীরা দৈনিক, সাপ্তাহিক বা মাসিক বিদ্যুৎ খরচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবেন। গ্রীষ্মকালে বিদ্যুৎ বিলের আকস্মিক বৃদ্ধি এড়াতে এটি রিয়েল-টাইম ট্র্যাকিং ইনফরমেশন প্রদান করবে। 

এই নতুন এসিগুলি ভারতীয় আব হাওয়ার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এক টানা চলতে সক্ষম এবং উচ্চ তাপেও দুর্দান্ত কুলিং প্রদান করে। 

'সামান্য' ভুল গরমে 'ড্যামেজ' হতে পারে সাধের এসি! ঘন ঘন এসির ফিল্টার পরিষ্কার একেবারেই নয়

Air Conditioner