Advertisment

Haier kinouchi dark edition: 'স্পেশ্যাল ডার্ক এডিশন', স্টাইলিশ ডিজাইনের এই এসির কম্প্রেসারে পান আজীবন ওয়ারেন্টি

আধুনিক প্রযুক্তির সঙ্গে স্টাইলিশ ডিজাইন! কম্প্রেসারে আজীবন ওয়ারেন্টি। বাজারে তোলপাড় ফেলল Haier

author-image
IE Bangla Tech Desk
New Update
"Haier Kinouchi Dark Edition, haier kinouchi dark edition air conditioner, haier AC, haier ac 1.5 ton price, haier ac price, haier ac 1.5 ton, haier ac remote, haier ac warranty, haier ac installation

আধুনিক প্রযুক্তির সঙ্গে স্টাইলিশ ডিজাইন! কম্প্রেসারে আজীবন ওয়ারেন্টি। বাজারে তোলপাড় ফেলল Haier

Haier kinouchi dark edition: আধুনিক প্রযুক্তির সঙ্গে স্টাইলিশ ডিজাইন! কম্প্রেসারে আজীবন ওয়ারেন্টি। বাজারে তোলপাড় ফেলল Haier

Advertisment

১.৬ টন এবং ১ টন ক্ষমতার Haier Kinouchi Dark Edition AC 20W দ্রুত কুলিং প্রদান করতে পারে বলে দাবি সংস্থার। পাশাপাশি ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও কার্যকর শীতলতা প্রদান করে।

Haier Kinouchi-এর এই AC ভারতে লঞ্চ করা হয়েছে। কোম্পানির প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই এসিতে রয়েছে আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্টাইলিশ ডিজাইন। বিশেষ বিষয় হল কোম্পানি এই এসির কম্প্রেসারের উপর আজীবন ওয়ারেন্টি অফার করছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে Haier Kinouchi Dark Edition 20 গুণ দ্রুত ঠাণ্ডা করতে পারে।

Haier-এর এই এসি এতটাই শক্তিশালী যে এই এসি ৬০ ডিগ্রি সেলসিয়াসেও দ্রুত কুলিং প্রদান করে। হায়ারের 1.6 টন স্প্লিট এসি, 5 স্টার রেটিং সহ আসে৷

আরও পড়ুন : < Discount On Smartwatch: বাজেটের চিন্তা ছাড়ুন, ৮৩ টাকায় স্মার্টওয়াচ কেনার বিরাট সুযোগ! মিস করবেন না >

Haier Kinouchi ডার্ক এডিশন AC এর দাম 46,990 টাকা। এর অ্যামাজন ক্রেডিট কার্ডের মাধ্যমে এই এসি কেনার উপর 20% ক্যাশব্যাক দেওয়ার দাবি করেছে। আসুন জেনে নেই এর ওয়ারেন্টি সম্পর্কে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এসি কম্প্রেসারে লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, যা অবিশ্বাস্য।

Air Conditioner Tech News air conditioner machine
Advertisment