Advertisment

হোলির আনন্দে নিজের প্রিয়জনকে পাঠান WhatsApp স্টিকার , জানুন পদ্ধতি

দোলের দিন Whatsapp অথবা ফেসবুক ভরসা শুভেচ্ছা পাঠানোর জন্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

হোলির আনন্দে নিজের প্রিয়জনকে WhatsApp-এই পাঠান শুভেচ্ছা বার্তা

প্রায় ২ বছর। করোনার দাপটে মানুষ ঘরবন্দী। এই বছর হোলি ঘিরে সকলের মধ্যেই দরা পড়েছে এক অন্যরকম উন্মাদনা। ২০২২ হোলি আর দোল পূর্ণিমার সঙ্গে সঙ্গেই দিকে দিকে আবিরের রঙে মেতে ওঠার উদযাপন শুরু হবে। 'সবার রঙে রঙ মিশানো'র পর্ব শুরু হবে হোলির আনন্দে। আকাশে দেখা যাবে হোলির রঙ, বাতাসে মিশে থাকবে দোলের আবিরের গন্ধ। উৎসবের মাঝেই প্রার্থনা থাকে, যাতে নিজের আপনজন সুখে, শান্তিতে উৎসবে মুখরিত হন। আর সেই লক্ষ্যে দোলকে কেন্দ্র করে একাধিক শুভেচ্ছাবার্তা ঘুরপাক খেতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর দোলে আপনজনকে শুভেচ্ছাবার্তা জানাতে দেখে নেওয়া যাক কোন কোন বার্তা জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। আপনজন যতই দূরে থাকুন না কেন, দোলের দিন Whatsapp অথবা ফেসবুক ভরসা শুভেচ্ছা পাঠানোর জন্য। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। তারপরেই আকাশ বাতাসে শুধুই আবিরের গন্ধ। রঙের জোয়ারে গা ভাসিয়ে দিতে তৈরি আমরা সবাই।

Advertisment

গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন। ধাপে ধাপে দেখে নিন হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পদ্ধতি-

• প্রথমে নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। এবার স্মাইলি আইকনে ক্লিক করুন।

• এবার সেখানে আপনি GIF এবং স্টিকারের অপশন পাবেন। সেখান থেকে স্টিকার অপশনটিতে ক্লিক করুন।

• এবার আপনাকে 'গেট মোর স্টিকারস' (Get More Sticker) অপশন দেখাবে। সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পরই আপনার ফোনে গুগল প্লে স্টোরের উইন্ডো খুলে যাবে।

• ক্লিক করার পরই আপনার ফোনে গুগল প্লে স্টোরের উইন্ডো খুলে যাবে। সার্চ দেওয়ার পরই আপনার সামনে অনেক হোলি স্পেশাল হোয়াটসঅ্যাপ স্টিকারের অপশন আসবে।

• সেখান থেকেই আপনি পছন্দ মতো হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করার পর ফের নিজের হোয়াটসঅ্যাপে ফিরে আসুন।

• এবার স্টিকার অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার ডাউনলোড করা স্টিকারগুলি চলে এসেছে। নিজের পছন্দ মতো সেগুলি পাঠাতে থাকুন প্রিয়জন, বন্ধুদের।

Whatsapp Happy holi Stickers
Advertisment